Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উপজেলা সমাবেশে ইউএনও মুনীর উদ্দিন ॥ বানিয়াচংয়ে আনসার-ভিডিপি ব্যাংক এর শাখা খোলার চেষ্টা করা হবে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান ও আনসার-ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউপি হলরুমে আনসার-ভিডিপি’র হবিগঞ্জ জেলা এডজুডেন্ট মাহবুব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কর্মকর্তা অরুন বরুন দাশের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউএনও এসএম মুনীর উদ্দিন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাফি উল্লা সরকার, বিআরডিবি চেয়ারম্যান ইমরান মিয়া, রিপোর্টাস ইউনিটির সভাপতি মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, সাংবাদিক জীবন আহমেদ লিটন, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক আফসানা আনজুম, ৩নং ইউনিয়ন কমান্ডার এনায়েত হোসেন, প্রশিক্ষনার্থী আসাবা বেগম, হামিদুর রহমান প্রমূখ। সমাবেশে উপজেলার ১৫টি ইউনিয়নের আনসার-ভিডিপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন। সমাবেশে ভিডিপি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ ছাড়াও রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত দুই আনসার-ভিডিপি সদস্য আব্দুল্লাহ মিয়া ও রহিমা বেগমকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া আনসার-ভিডিপি’র ৩নং ইউনিয়ন কমান্ডার এনায়েত হোসেনের ব্যক্তিগত তরফ থেকে উপস্থিত সকলকে দু’টি করে ফলজ বৃক্ষের চারা প্রদান করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও এসএম মুনীর উদ্দিন বলেছেন, আনসার-ভিডিপি সদস্যরা দেশ ও জাতির প্রয়োজনে অন্যান্য পোশাকধারী বাহিনীর সদস্যদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করেন। তাদের হাতে তেমন কোন শক্তিশালী অস্ত্র না থাকা সত্ত্বেও দায়িত্ব পালন করতে গিয়ে জীবনের ঝুঁকি নেন। তিনি আরো বলেন, আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে বানিয়াচংয়ে আনসার-ভিডিপি ব্যাংক’র শাখা খোলার চেষ্টা করা হবে। তিনি আনসার-ভিডিপি সদস্যদেরকে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধে বলিষ্ট ভূমিকা রাখার আহবান জানান।