Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সন্ত্রাস, মাদক ও চোরাচালান রোধে বিজিবি কাজ করছে-লেঃ কর্ণেল জাহিদ

মাধবপুর প্রতিনিধি ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদুর রহমান পিএসসি বলেছেন সীমান্ত এলাকায় সন্ত্রাস, মাদক পাচার, চোরাচালান, অবৈধ অস্ত্র ও মানব পাচার রোধে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় গরু চোরাচালান কমলেও নতুন করে ভারত থেকে নিম্ন মানের চা পাতা চোরাচালান শুরু হয়েছে। চা আমাদের জাতীয় সম্পদ এ সম্পদের ক্ষতিসাধন রোধে বিজিবি তৎপর। পাশাপাশি ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র নজরদারী বৃদ্ধি করা হয়েছে। জানুয়ারী থেকে আগষ্ট পর্যন্ত প্রায় ৬০ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৯ জন চোরাকারবারীকে। বিজিবি’র তৎপতার ফলে অবৈধ অস্ত্র ও মানব পাচার প্রায় শূন্যের কৌঠায় চলে এসেছে। মাদক মুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বৃহস্পতিবার দুপুরে বিজিবি মনতলা ক্যাম্পে মাধবপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন।