Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিউইয়র্কে প্রাণের ছোয়ায় বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন এর শিক্ষা সফর

স্টাফ রিপোর্টার ॥ সাত সমুদ্র তেরনদীর অপারে সদুর আমেরিকায় বসবাস করেন তারা। হবিগঞ্জের আলো-বাসাতেরই বেড়ে উঠলেও জীবিকার তাগিদে এবং উন্নত জীবন-যাপনের লক্ষে তারা সেখানে বসবাস করেন। তবে হবিগঞ্জে যখন তারা ছিলেন তখন আম-জনতা ছিলেন না। নূন্যতম তারা কলেজে পড়েছেন। তাও জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারী বৃন্দাবন কলেছে। আমেরিকায় বসবাসরতদের মাঝে এই কলেজে যারা লেখাপড়া করেছেন তারাই গড়ে তুলেছেন যুক্তরাষ্ট্রস্থ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন। এটি শুধু নাম সর্বস্ব সংগঠন নয়। ইতোমধ্যে তাদের কর্মকান্ড ব্যাপক প্রশংসিত হয়েছে দেশ বিদেশে। তাদের বিভিন্ন অনুষ্ঠানমালার মাঝে অন্যতম হল প্রতিবছর শিক্ষা সফর আয়োজন। এবার তার আয়োজন করে ৫ম শিক্ষা সফর। সকলের অংশগ্রহণে এবং প্রাণের ছোয়ায় একটি অনবদ্য অনুষ্ঠান ছিল এই শিক্ষা সফর।
বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দ উল্লাশের মধ্য দিয়ে বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয় গত ২৫ আগস্ট। বৃন্দাবন কলেজের বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে নিউইর্য়কের রাজধানী আলবেনী ও দর্শনীয় পর্যটন স্থান লেক জর্জে অনুষ্ঠিত হয় এই শিক্ষা সফর। রাজধানী শহর আলবেনীর বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন শেষে লেক জর্জে নৌ- বিহারে অংশ নেন কলেজের সকল এলোমনাস। সকাল ৮টায় নিউইর্য়কে রজ্যাকসন হাইটস থেকে একটি বিলাসবহুল বাসে চড়ে জ্ঞান অন্নেষী অভিযাত্রী দলটির যাত্রা শুরুর পরপরই সকালের নাস্তা পরিবেশন করা হয়। তারপর আলবেনীর ঐতিহাসিক স্থানগুলো পরিভ্রমন শেষে লেকজর্জ যাবার পথে কিফটনপার্ক শহরের একটি অভিজাত বাংলাদেশী এশিয়ান রেষ্টুরেন্টে দুপুরের খাবার গ্রহণ করেন সবাই। শিক্ষা সফরের সামগ্রীক ব্যবস্থাপনার বিষয়ে অংশগ্রহনকারী সবাই উচ্ছসিত প্রশংসা করেন। শিক্ষা সফরে প্রথম বারেরমত অংশ নিয়ে কলেজের প্রাক্তন ছাত্র, সাবেক ছাত্রনেতা ও মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম আবেগ আপ্লুুত হয়ে বলেন, আমার প্রবাস জীবনে এরকম সুপরিকল্পত, রুচিশীল ও আনন্দঘন অনুষ্ঠান কোনদিন দেখিনি। প্রবাস জীবনে এরকম উচ্চমানসম্পন্ন এবং শিক্ষামূলক অনুষ্ঠান আমি আর কোনো দিন মিস করতে চাইনা এবং আমার কলেজের প্রবাসী প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরও মিস না করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিক্ষা সফরেও অংশগ্রহণকারী সবাই সংগঠনের নেতৃবৃন্দের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। কর্মসূচি শেষে নিউইর্য়ক ফেরার পথে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র এবং ব্যাক্তিগত নৈপুণ্য প্রদর্শন। এতে ছিলো গান, কবিতা-আবৃত্তি, কৌতুক, অভিনয় ইত্যাদি। চলন্ত বাসের মধ্যেই বিভিন্নজন তাদের বক্তব্যে কলেজ জীবনের স্মৃতিকথা এবং শিক্ষা সফরের অভিজ্ঞতা বর্নণা করে ব্যাতিক্রমধর্মী এই আয়োজনের জন্যে এলোমনাই এর নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির ভূয়োসী প্রসংশা করেন।
সংঘঠনের সভাপতি সৈয়দ মুজিবুর রহমান ইকবালের সভাপতিত্বে স্বাগত ব্যক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী কুটি, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুলওয়াহেদ ও আয়োজক কমিটির সদস্য সচিব শিমুল হাসান।
এতে আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ সরকারি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও কলেজের সাবেক ছাত্র আব্দুল গাফফার আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ও কলেজের প্রাক্তন ছাত্র মুজাহিদ আনসারি, ইবরাহিম খলিল বার ভূইয়া রিজু, মো. ফরিদ উদ্দীন, মোহাম্মদ নাজিম উদ্দীন, অধ্যাপক আব্দুর রহমান, মো. আলমগীর মিয়া, আবিদুর রহমান, জায়েদুল মোহিত খান, মিয়া মোহাম্মদ আছকির, সুভাষ দেব রায়, মো. কামাল, মোঃ গাফফার চৌধুরী, মাহমুদ চৌধুরী, বিষ্ণুপদ সরকার, সৈয়দ আরিফুরর হমান মাসুম, ফয়সল আহমেদ, শরিফুল ইসলাম নাসের, সুকান্ত দাস হরে, মো. আবুলকালাম, সৈয়দ সাদ উদ্দিন, শুভ খান, নোমান আনসারী ও সোহাগ প্রমুখ।
অনুষ্ঠান শেষে পুরস্কার আর আনন্দের স্মৃতি নিয়ে সবাই নিজেদের বাসায় ফিরেন। পরিবারের সদস্যরা অংশ নেয়ায় তারাও উপলদ্ধি করেছেন বড় একটি কলেজের সাবেক ছাত্র হিসাবে এখনও সবাই গর্ব করেন এবং বিদেশে থাকলেও অনুভব করেন এই কলেজের স্মৃতিকে।