Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে মারধোরের মামলায় দুই শিক্ষককে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানার দায়ের করা হামলা ও মারধোরের অভিযোগে দুই শিক্ষককে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল দুপুরে তারা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহিনুর আক্তার এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামীরা হল-কদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরশ মিয়া, ও শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রভাষক জিয়াউল হক। উল্লেখ্য, গত ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর বিকালে ওই এলাকার মোশারফ হোসেন তরফদার কোহিনুর শহর থেকে বাড়ি ফেরার পথে উল্লেখিত আসামীসহ একদল লোক তার গতিরোধ করে এক লাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় কোহিনুর চাঁদা দিতে অস্বীকার করায় তারা কোহিনুরকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে তার হাত ও পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় কোহিনুরের চাচা বাদী হয়ে শিক্ষক পরশ মিয়া ও প্রভাষক জিয়াউল হক সহ ১০/১২ জনের বিরুদ্ধে বানিয়াচং থানা চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে বানিয়াচং থানার পুলিশ তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। বাদী উক্ত চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তেরর জন্য সিআইডিতে হস্তান্তর করেন।