Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কৃষি ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তিন দিন ব্যাপী উপজেলা ফলদ বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে শহরের আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নিবার্হী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার অলক কুমার চন্দ্র এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাংসদ সদস্য আলহাজ্ব শাহ্নেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এছাড়াও অনুষ্ঠানে কৃষি অফিসার এ, কে, এম, মাকসুদুল আলম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনকারীরা জানান, পরিবেশ ও স্বাস্থ্য ভাল রাখার জন্য জন প্রতি তিনটি ফলজ, বনজ, ঔষধি গাছ লাগাতে হবে এবং প্রতিদিন ফল খেতে হবে। গাছ লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করেন এবং বিভিন্ন স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চারা বিতরণ করা হবে বলে জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা চলবে ২৯ আগস্ট পর্যন্ত। মেলায় দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারা, বনজ বৃক্ষের চারাসহ বিভিন্ন প্রকার গাছের সুলভ মূল্যে পাওয়া যাবে।