Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলা পরিষদের মাসিক সভায় এমপি আব্দুল মজিদ খানকে ধন্যবাদ প্রদান

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, আজমীরীগঞ্জ, বানিয়াচং হয়ে হবিগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক একনেক এর বৈঠকে অনুমোদন হওয়ায় বানিয়াচং উপজেলা পরিষদের মাসিক সভায় উপজেলা পরিষদের উপদেষ্ঠা ও হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ এডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। গতকাল সভার শুরুতেই ১৩নং মন্দরী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শাসছুল হক এ বিষয়ে প্রস্তাব পেশ করলে সভায় উপস্থিত সকল ইউপি সদস্যসহ কর্মকর্তাগণ একমত পোষন করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রস্তাবনাটি অনুমোদিত হয়। উক্ত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। সভায় সঞ্চালক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার। উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। বর্তমান সরকারের ১২তম একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশ নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৬৯ কোটি টাকা। এই মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশ নির্মাণ প্রকল্পেল আওতায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রাস্তাটি শেষের পথে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনারা অগ্রাধিকার হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১০ সালের ১০ নভেম্বর তাহেরপুর উপজেলায় এক জনসভায় সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ সড়কটি উন্নয়নের জন্য প্রতিশ্র“তি প্রদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা কমিশন ও সড়ক পরিবহন উইং এর সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশে নির্মাণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রাস্তাটি আঞ্চলিক মহাসড়ক হওয়ার রূপ নিচ্ছে। বাংলাদেশ সরকারের অর্থানে যা বাস্তবায়ন করবে সড়ক ও জনপদ অধিদপ্তর। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যে হল-সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা অংশে ১৫.৮৩ কি:মি:সড়কাংশ নির্মাণের মাধ্যমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন ও আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করা। উক্ত সড়কের মদনপুর (সুনামগঞ্জ) থেকে দিরাই পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক জেলা সড়ক উন্নয়ন (সিলেট জোন) শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন করা হয়েছে। দিরাই থেকে শাল্লা পর্যন্ত ১৯ কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য মদনপুর-দিরাই-শাল্লা (দিরাই-শাল্লা অংশ) সড়ক নির্মাণ নামে একটি প্রকল্প চলমান রয়েছে। শাল্লা থেকে জলসুখা (আজমিরীগঞ্জ) পর্যন্ত ১৫.৮০ কিলোমিটার সড়কাংশ বিবেচ্য প্রকল্পের আওতায় নির্মাণের প্রস্তাব করা হয়েছে। আজমিরীগঞ্জ (জলসুখা) থেকে বানিয়াচং পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কাংশ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় কাজ চলমান রয়েছে। বানিয়াচং থেকে হবিগঞ্জ পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কাংশ জেলা উন্নয়ন (সিলেট জোন) শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন করা হয়েছে। বিবেচ্য প্রকল্পের আওতায় প্রস্তাবিত সড়কটি নির্মাণ কাজ শেষে হলে সুনামগঞ্জ-আজমিরীগঞ্জ ও হবিগঞ্জেরে মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। প্রকল্প এলাকাটি কৃষি ও মৎস্য শিল্প প্রধান হওয়ায় এখানকার উৎপাদিত কৃষিজ পণ্য সামগ্রী দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহর করা সম্ভব হবে।