Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শেভরণের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলায় শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) গতকাল রোববার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোয়া দু’লাখ টাকার শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সকালে গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাকিম আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরণ বাংলাদেশ-এর জৈষ্ঠ্য সমন্বয়কারী আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন ১০নং দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ জাবেদ আলী ও গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈলেন্দ্র মোহন দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডিএসসি’র টিম লিডার আব্দুন নুর, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জুল হক, ম্যানেজিং কমিটির সদস্য আহম্মেদ হুসেইন, অভিভাবক ছরুক মিয়া, শিক্ষার্থী দেওয়ান নিশাত তাহিয়াত। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ সোহেল।
বিকেলে সঈদপুর বাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শেভরণ বাংলাদেশ-এর জৈষ্ঠ্য সমন্বয়কারী আব্দুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডিএসসি’র টিম লিডার আব্দুন নুর, অধ্যক্ষ আয়ুব আলী, ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ আলী, সহকারী মৌলভী মাওলানা শামসুল হক, অভিভাবক নাসের আহম্মেদ, ছাত্র সংসদের জিএস রমজান আলী, শিক্ষার্থী সুলতান আহম্মেদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মোস্তাফা আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র সংসদের কোষাধ্যক্ষ ইমাদ উদ্দীন।
শেভরণ বাংলাদেশ-এর অর্থায়নে গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ৩০ জন এবং সঈদপুর বাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ৪৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ তিন হাজার টাকা এবং শিক্ষা উপকরণ হিসেবে ১২টি খাতা, ২০টি কলম, ৬টি পেন্সিল, চারটি রাবার ও পেন্সিল কার্টার, একটি ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স ও স্কেল শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।