Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশীপ ॥ বাংলাদেশ দলে সুযোগ পেল শায়েস্তাগঞ্জের রাজু

স্টাফ রিপোর্টার ॥ সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশীপ খেলতে বাংলাদেশ দলের সাথে ভারত পৌঁছেছে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের বাসিন্দা মো. রাজু। গতকাল মঙ্গলবার সকাল সাতটায় ভারত গেছে বাংলাদেশ দল।
ফুটবল মাঠে লেফ্ট মিড পজিশনে খেলে থাকেন রাজু। গত দুই মাস আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনুর্ধ্ব-১৫ বাচাই পর্বে বাংলাদেশ দলে স্থান পায় রাজু।
এর আগে গত দুই বছর যাবত উপজেলার ‘কলিমনগর ফুটবল একাডেমীতে’ নিয়মিত প্রশিক্ষণ নিয়েছেন রাজু। প্রাইমারী স্কুলে পড়াকালীন সময় থেকেই রাজু ফুটবল খেলছেন।
এর আগে ২০১৮ সালে ‘বঙ্গবন্ধু ফুটবল লীগে’ উপজেলা টিমের হয়ে খেলেছেন তিনি। সাফ অনুর্ধ্ব-১৫ ছাড়াও ঢাকায় পাইওনিয়ার ফুটবল লীগে (কিশোর) ব্রাদার্স টিমের হয়ে খেলেছেন।
রাজু শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুর আহমদ গ্রামের দিনমজুর জসিম মিয়ার ছেলে। নিজ গ্রামের ক্লাব থেকে রাজুর খেলাধুলায় আগ্রহী হয়ে ওঠেন।
কলিমনগর ফুটবল একাডেমীর প্রশিক্ষক শামীম আহমেদ জানান- কিশোর ফুটবল টিমে রাজু এক প্রতিভাবান খেলোয়ার। ফুটবলের প্রতি তার খুবই আগ্রহ আমি দেখেছি। আজ অনুর্ধ্ব-১৫ তে বাংলাদেশ দলের হয়ে বিদেশে মাটিতে খেলছে আমাদের রাজু। এটি যেমন- আমার একাডেমীর সুনাম তেমনি আমাদের উপজেলা তথা জেলার অর্জন। রাজু যদি তার খেলাধুলা ধরে রাখতে পারে একদিন জাতীয় দলে খেলবে বলে আমি স্বপ্ন দেখি। তাছাড়া কলিমনগর এলাকায় একটি খেলার মাঠ হলে এখান থেকে অনেক ফুটবল খেলোয়ার বের হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ২১ থেকে ৩১ শে আগস্ট ভারতের কলকাতার পার্শ্ববর্তী শহর কল্যাণিতে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের আসর। ২৩শে আগস্ট ভুটান, ২৫ আগস্ট শ্রীলংকা, ২৭ আগষ্ট নেপাল এবং ২৯ তারিখ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।