Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে গ্রীণ প্লানেট রিসোর্ট এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশু শ্রমিকের মৃত্যু

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নির্মানাধিন বিনোদন ও অবকাশ যাপন কেন্দ্রে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশু শ্রমিক মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে। ঘটনার পরপরই নিহত শিশু শ্রমিকের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন পাহাড়ি এলাকায় কামালের বাগান নামক স্থানে ‘গ্রীণ প্লানেট রিসোর্ট লিঃ’ নামে আন্তর্জাতিক মানের বিনোদন ও অকাশ যাপন কেন্দ্র নির্মাণের কাজ চলছে কয়েক বছর ধরে। বর্তমানে ওই রিসোর্টের কিছু কিছু কটেজে অতিথিদের আগমন শুরু হলেও অভ্যন্তরিণ উন্নয়ন কাজ এখনও শেষ হয়নি। ফলে প্রতিদিন ওই রিসোর্টের ভেতরে বেশ কিছু শ্রমিক কাজ করছেন। গতকাল শনিবার প্রতিদিনের মতো শ্রমিকরা উন্নয়ন কাজ করছিল। অন্যান্যদের সাথে উপজেলার ডুবাঐ গ্রামের আব্দুল কদ্দুছ-এর পুত্র নবীর হোসেন (১৪)ও ওই রিসোর্ট প্রাঙ্গনে ঘাস কাটিং-এর কাজ করছিল। বেলা আড়াইটার দিকে আঙিনায় অরক্ষিত অবস্থায় পড়ে থাকা একটি বৈদ্যুতিক লাইনে জড়িয়ে পড়ে শ্রমিক নবীর হোসেন। সহকর্মীরা কিছু বুঝে উঠার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃত্যুর পরপরই নিহতের পরিবারের সাথে রিসোর্ট কর্তৃপক্ষের আলোচনাক্রমে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন কার্য সম্পাদন করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ অহিদুর রহমান পিপিএম বলেন, বিষয়টি আমিও শুনেছি। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হওয়া ব্যক্তির লাশ স্থানীয় ইউপি চেয়ারম্যান চাইলে ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিতে পারেন।