Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় সেই সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করা হয়। পরে কলেজ থেকে শোক র‌্যালি ও মৌন মিছিল বের করা হয়। শচীন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে উক্ত র‌্যালিতে অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, প্রভাষক বিষ্ণু পাল, প্রভাষক মোঃ মঈনুদ্দিন, প্রভাষক গৌতম সরকার, প্রভাষক লতিফ হোসেন, প্রভাষক মোঃ ফিরোজ মিয়া, প্রভাষক আঙুর খাঁন, প্রভাষক গোপীনাথ দাশ, প্রভাষক সুকান্ত গোপ, প্রভাষক বিদুর কান্তি দাশ, শরীর চর্চা শিক্ষক
রনজিত কুমার দাশসহ কলেজের ছাত্র-ছাত্রী এবং কর্মচারীগন শোক দিবসের র‌্যালীতে অংশগ্রহণ করেন।