Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নাগরিক ফোরামের ৩ দিনের কর্মসূচি সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও নবীগঞ্জের ঘরে ঘরে বিবিয়ানা গ্যাস চাই আন্দোলনের পুরোধা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মরহুম এড. আব্দুস শহিদ (গোলাপ) এর ৩য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে নাগরিক ফোরামের উদ্যোগে ৩ দিনের কর্মসূচির শেষ দিন গত বৃহম্পতিবার আল হেরা লাইব্রেরীর সামনে নাগরিক ফোরামের সভাপতি আব্দুল আলীম ইয়ছিনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পদক সাহেদুল ইসলম চৌধুরী রিপন ও স্াংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন এর যৌথ পরিচালনায় মরহুমের জীবনি নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, বাসদ নেতা চৌধুরী ফয়ছল শোয়েব, বিএনপি নেতা এড. নুরুল হুদা, উপজেলা বিএনিপর সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, ইসলামিক রিচার্স সেন্টারের চেয়ারম্যান মাওলানা শায়খ আব্দুর রকীব হক্কানী, কীর্তি নারায়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার হোসেন টিটু, জেলা উলামা দলের সহ সভাপতি মাওলানা মোস্তফা আল হাদী, নাগরিক ফোরামের সিনিয়র সহ সভাপতি মোঃ মনর উদ্দিন, কাউন্সিলর সুন্দর আলী, নাগরিক ফোরামের সহ সভাপতি মুহিবুর রহমান, মাষ্টার ইদ্রিছ আলী, সাহেব আলী, আজমল হোসেন, হারুনুর রশিদ হারুন, কলেজ ছাত্রদল আহবায়ক অলিউর রহমান, শাহ রুহেল আহমদ, আক্তার উদ্দিন, মাহমুদ চৌধুরী, আলী নূর পাশা, মাষ্টার আব্দুল মন্নান। এসময় বক্তারা বলেন, এড. আব্দুস শহিদ গোলাপ ছিলেন অসা¤প্রদায়ীক চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব। নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলনের তার ভুমিকা সর্বমহলে প্রসংশিত হয়। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির হোসাইনী।