Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান ফটকে ময়লা আর্বজনার স্তুপ

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান ফটকে ময়লা আর্বজনার স্তুপ। প্রতিদিন এসব ময়লা আবর্জনা পরিস্কারের নিয়ম থাকলেও ১ সপ্তাহ যাবত এসব ময়লা আর্বজনার স্তুপ সরানো হচ্ছে না বলে অভিযোগ করেন হাসপাতালের কর্মচারীরা। এদিকে বৃষ্টির কারনে ওই ময়লা পঁচে দূ-গন্ধে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। ময়লা-আবর্জনা জমে থাকার ফলে বংশ বিস্তার করছে মশা। সেবা প্রত্যাশীর অনেকেই নাক চেপে প্রবেশ করছেন হাসপাতালে। এ ছাড়াও ওই বিষাক্ত ময়লার ছাড়-ছড়িতে কাক-কুকুড়, বিড়ালও অসুস্থ্য হয়ে পড়েছে। গতকাল সন্ধ্যায় এমনটাই সরেজমিনে ল্য করা গেছে।
তবে সেবা প্রত্যাশীরা ১ গর্ভবতী নারী বলেন, হাসপাতালে এসে আরও অসুস্থ্য হয়ে পড়ছি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে দূ-গন্ধে। আজ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যাচ্ছি।