Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ডাকাতের টার্গেট এখন চা বাগানের ম্যানেজার বাংলো

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে ডাকাতের টার্গেট এখন চা বাগানের ম্যানেজার বাংলোর দিকে। বাংলোগুলো নিরিবিলি স্থানে হওয়ার কারনে ডাকাতরা সেই বাংলোকেই টার্গেট করে ডাকাতি করছে। চুনারুঘাটে ১ সপ্তাহের ব্যবধানে দুইটি বাংলোতে ডাকাতি সংঘটিত হবার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে চা বাগানের কর্মরত ম্যানেজার ও তাদের পরিবারের মাঝে। গত ২৮ জুলাই চুনারুঘাটের লালচান্দ চা বাগানের বাংলোতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন, তার স্ত্রী আফরোজা লিপি ও কন্যা মারিয়া লিপিকে মারধর করে টাকাকড়ি, স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। গত ৪ আগষ্ট দেউন্দি চা বাগানে ডাক্তার সাহেব বাংলোতে একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা বাগানের ডাক্তার অনিমেষ-এর বাংলোতে প্রবেশ করে অস্ত্রের মুখে ৫ লাখ টাকাসহ স্বর্নালংকার, কাপড়-চোপড় লুট করে। চা বাগানে উপর্যুপরি ডাকাতি সংঘটিত হবার পর চুনারুঘাটে ছোট বড় ২০টি চা বাগানে কর্মরত সাহেব-বাবুদের মাঝে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্ত উপজেলা চুনারুঘাটে ছোট বড় ২০টি চা বাগান আছে। ডানকান ব্রাদার্স লিঃ পরিচালিত চা বাগানের প্রতিটিতে ৫ থেকে ৬টি করে রয়েছে দৃষ্টি নন্দন ম্যানেজার বাংলো। ব্যক্তিমালিকাধীন চা বাগানে রয়েছে ৩ থেকে ৪টি বাংলো। বাংলোগুলো চা শ্রমিক লেন থেকে অনেক দূরে নিরিবিলি স্থানে নির্মিত হয়েছে। বাগান অভ্যন্তরে সেই বাংলো নির্মাণ করার ফলে সাহেবরা ( ব্যবস্থাপক) চা শ্রমিক থেকে সব সময় দূরে রাত যাপন করে থাকেন। রাতে সেই বাংলো পাহারায় ২ থেকে ৩ জন শ্রমিক নিয়োজিত থাকে। সেই পাহারাদার শ্রমিকদেরকে সাপ্তাহিক হাজিরা প্রদান করে থাকে বাগান কর্তৃপক্ষ। চা বাগান বাংলোগুলো লোকালয় থেকে দূরে থাকার কারনে অনেকটা একঘরে জীবন-যাপনে অভ্যস্থ হয়ে পড়েছেন ব্যবস্থাপকরা। তারা চা শ্রমিকদের ধাপাধাপি, শোর চিৎকার পছন্দ করেন না বিধায় তাদেরকে সেই বৃটিশ আমল থেকেই আলাদা স্থানে রাখা হয়েছে। অতি সম্প্রতি চা বাগানে সাহেব বাংলোতে ডাকাতি সংঘটিত হবার পর ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে ব্যবস্থাপকদের মাঝে। নাম প্রকাশে অনিচ্ছুুক পঞ্চায়েত কমিটির সভাপতি বলেন, সাহেব বাংলোগুলোগুলো চা শ্রমিক কোয়ার্টার থেকে অনেক দূরে নির্মিত। চা শ্রমিক আর চা বাগান ব্যবস্থাপকের মাঝে জীবন ধারনের ফারাক রাত আর দিনের মতো ব্যবধান। সাহেবরা কখনো শ্রমিকের কাছাকাছি থাকতে অভ্যস্থ নন। চা শ্রমিক অসিত মুন্ডা বলেন, সাহেব বাংলোগুলো চা শ্রমিক কোয়ার্টারের কাছাকাছি থাকলে ডাকাতরা কখনো সাহেব বাংলোতে ডাকাতি করার সাহস পারতো না। সম্প্রতি চা বাগানের সাহেব বাংলোগুলোতে ডাকাতি সংঘটিত হবার পর পুলিশ প্রশাসন নড়ে চড়ে উঠেছে। ব্যবস্থাপকদের নিরাপত্তা বিধানে নেয়া হয়েছে নানান ধরনের পদক্ষেপ। তবে সাহেবরা তাদের পরিবার পরিজন নিয়ে বাগানে বসবাস করতে নিরাপদ মনে করছেন না। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল বলেছেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বাগান ব্যবস্থাপকদের সমন্বয়ে একটি সভা অনুষ্টিত হয়েছে। ওই সভার সিদ্ধান্তে সন্ধ্যার পর চা বাগানে বহিরাগতদের প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। পুলিশি টহল জোরদারসহ নেয়া হয়েছে নানান পদক্ষেপ। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল ইসলাম বলেছেন, চা বাগানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। বাংলোতে রাত্রীকালিন পাহারায় নেয়া হয়েছে ভিন্নতা।
পুলিশ সূত্র জানায়, চা বাগান ব্যবস্থাপকের বাংলোতে রাত্রীকালিন পাহারায় তীরন্দাজ ও সাহসী শ্রমিক নিয়োগের চিন্ত ভাবনা চলছে। ৮০ টাকা হাজিরাতে সেই পাহারাদার পাওয়া যাবেনা বলেও মনে করেন সেই পুলিশ অফিসার। বাংলোগুলো নিরাপদ রাখতে বাগানের কিছু নিয়মের ব্যতিক্রম ঘটাতে হবে। বাগানে বাংলো পাহারায় মাসিক বেতন চুক্তিতে লোকবল নিয়োগ দেয়ার জন্য উদ্যোগ নিতে হবে বলে তিনি মনে করেন।