Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে গৃহবধু’র অস্বভাবিক মৃত্যু স্বজনদের দাবি বিষ খাইয়ে হত্যা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক গৃহবধু’র অস্বভাবিক মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তবে স্বামীর পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। ওই গৃহবধূর নাম সুলতানা বেগম টুনি। তিনি নবীগঞ্জের দুর্গাপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। গতকাল শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। তবে
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী ফজলুর রহমান তার স্ত্রী সুলতানা বেগম টুনিকে প্রায়ই মারপিট করতো। গতকাল শনিবার দুপুরের দিকে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী ফজলুর রহমান স্ত্রী টুনি’কে বেদড়ক মারপিট করে। স্বামীর নির্যাতন সইতে না পেরেই বিষ সেবন করে স্ত্রী। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে সিলেট রেফার করেন কর্তৃপক্ষ। সিলেট ওসমানী মেডিকেল নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই তথ্য নিশ্চিত করে টুনির চাচাতো ভাই নিজাম উদ্দিন অভিযোগ করেন স্বামী ফজলুর রহমান সুলতানা বেগম টুনিকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে তাকে জোরপূর্বক বিষ সেবন করিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে তারা আইনের আশ্রয় নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।