Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষার্থীদের গুজব, ইভটিজিং, বাল্য বিবাহ মাদক, প্রযুক্তির অপব্যবহার ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার ও সচেতন থাকবে হবে

স্টাফ রিপোর্টার ॥ গুজব, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, প্রযুক্তির অপব্যবহার ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা মূলক সভা গতকাল লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে ও এ.সি.আর.সি পাইটল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল ও আব্দুল মোক্তাদিরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লাখাই থানার ওসি মোঃ এমরান হোসেন। প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম বলেন, গুজবে কান না দিয়ে নির্ভিঘেœœ শিক্ষার্থীদের পড়াশোনা করার আহ্বান জানান। তিনি বলেন, এই বয়সে শিক্ষার্থীদের গুজব, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, প্রযুক্তির অপব্যবহার ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার ও সচেতন থাকবে হবে। তবেই তাদের আগামী জীবন সুন্দর ও সমৃদ্ধিতে ভরে উঠবে। আলোচনা সভা শেষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারপত্র লিপলেট শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তুলে দেয়া হয়।