Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঈদ ঘিরে ঢাকা-সিলেট মহাসড়ক নিরাপত্তায় পুলিশের ব্যাপক প্রস্তুতি

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঈদকে সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়ক নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে মহাসড়কে যানজটের কবলে পড়তে না হয় সেজন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। যানজট নিরসনে ইতোমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ ব্যস্ত সময় পাড় করছে। আসন্ন ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত থাকবে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লিয়াকত আলি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের চাপে যানবাহনের সংখ্যা ৫ থেকে ৬ গুণ বেড়ে যায়। তাই দুর্ঘটনাও বেড়ে যায় এ কারনে মহাসড়কে সিএনজি অটোরিক্সা, ইজি বাইক, অভারলোড পাথর বোঝাই ট্রাক, অবৈধ যানবাহন আটক করার অভিযান অব্যাহত থাকবে। মহাসড়কের কোথাও কোন যানবাহনে তল্লাশির নামে হয়রানি করা হবে না। তিনি আরও জানান, গত মাসে ৩৯টি সিএনজি অটোরিক্সা আটক করে মামলা দেওয়া হয়। মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশ ২৪ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কের কাজে নিয়োজিত থাকবে। ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘেœ তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারে সে লক্ষ্যে হাইওয়ে পুলিশ এবার আগে ভাগেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েনের পাশাপাশি জোরদার করা হবে টহল।