Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দিনারপুরে পাহাড়ের পাদদেশে কয়েক শতাধিক পরিবারের ঝুঁকিপূর্ণ বসবাস ॥ বৃষ্টি হলেই পাহাড় ধ্বসের আশঙ্কা

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর পরগণা। যুগের পর যুগ ধরে এই পাহাড়ী এলাকায় পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে আসছে কয়েক শতাধিক পরিবার। সম্প্রতি বৃষ্টি হলেও পাহাড় ধ্বসের কোনো ঘটনা ঘটেনি। তবে নিকট অতীতে পাহাড় ধ্বসে প্রাণহানীর ঘটনা ঘটেছে।
পরিসংখ্যান বলছে, বিগত ৭ বছরে দিনারপুর পরগনায় ও পার্শ্ববর্তী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পাহাড়ি এলাকায় মাটি চাপা পড়ে দুটি পরিবারের ১২জন সহ অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। লাগাতার মুষলধারে বৃষ্টি হলেই পাহাড় ধসের ঘটনা শুরু হয়। সিলেট বিভাগের মধ্যে নবীগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় পাহাড় ধ্বসে প্রাণহানীর ঘটনা বেশী। নবীগঞ্জের দিনারপুর এলাকার পানিউমদাতে একই পরিবারের ৬ জন ও শ্রীমঙ্গলের পাহাড়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু এখনো এলাকার মানুষের কাছে আতঙ্কিত ঘটনা। ২০১৭ সালের নভেম্বর মাসে নবীগঞ্জ উপজেলার দিনারপুরের শংকরসেনা গ্রামে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। তারপরও ছিন্নমুল মানুষরা জীবন মৃত্যুর ঝুঁকি নিয়েই পাহাড়ের পাদদেশে বসবাস করছেন। এদের পূর্ণবাসনে সরকারী উদ্যোগ গ্রহণ অতীব জরুরী বলে মনে করেন সচেতন মহল ।
রফিক মিয়া নামে স্থানীয় বাসিন্দা জানান, বাপ-দাদার আমল থেকে এভাবেই জীবনের ঝুকিঁ নিয়ে বসবাস করে আসছি। কখন পাহাড়-টিলা ঘরের উপর পড়ে যায় সে আতঙ্ক সবসময় মনের ভিতর কাজ করে।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান বলেন, পাহাড় কাটার খবর পেয়ে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। বর্তমানে পাহাড় কাটা বন্ধ আছে, পরবর্তিতে যদি কেউ কাটে তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।