Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বানিয়াচং প্রতিনিধি ॥ এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ খান বলেছেন, আধুনিক প্রযুক্তির ছোয়ায় বর্তমানে কৃষিতে ব্যাপক উন্নতি লাভ করেছে। আগে যে জমিতে কৃষক ১০ থেকে ১২ মণ ধান উৎপাদন করতো, সেই জমিতেই কৃষক প্রযুক্তির ব্যবহারে দ্বিগুণ ফসল উৎপাদন করছে। বর্তমান সরকারও কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গতকাল সকালে বানিয়াচং তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন। মেলায় ১১টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এমপি আবদুল মজিদ খান। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রিপন চৌধুরী।