Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে হত্যা মামলার আসামী আহাম্মদ সিলেট থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের আলোচিত সাহেদা হত্যা মামলার প্রধান পলাতক আসামী আহাম্মদ (২৫) সিলেট থেকে আটক হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ক্রিমিনাল ইনভেস্টিগেশন (সিআইডি) ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ সিলেট শাহজালাল মাজার গেইট থেকে তাকে গেফতার করে। গ্রেফতারকৃত আহাম্মদ উপজেলার খড়কী গ্রামের ইফনুছ আলীর পুত্র, পেশায় ফার্নিচারের নকশা মিস্ত্রি।
জানা যায়, ওই গ্রামের মৃত খোরশেদ আলীর কন্যা সাহেদা আক্তারের সাথে দীর্ঘ দিন ধরে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। আত্মীয়তার সুত্রে সাহেদা দাদী হলেও এ সম্পর্ক তাদের প্রেমে কোন বাধা হয়ে দাড়ায়নি। এক পর্যায়ে সাহেদা ২ মাসের অত্মসত্বা হয়ে পড়লে সাহেদা তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ঘাতক আহম্মদ তাকে বিয়ে করতে অস্বীকার করে। এক পর্যায়ে লোক জানা-জানি হলে সমাজিকতার তোপে সে সাহেদাকে বিয়ে করতে রাজি হয়। পরে আহম্মদের পরিবার এই বিয়ে না মেনে নেয়ায় অনেকদিন তারা বাড়ির বাহিরে থাকে। গত বছরের ২৫ জুন খান্দুরা দরবার শরীফের ওরসে ওই গ্রামের লিল বানু, নুর জাহান ও মনোয়ারার সাথে সাহেদাও ওরসে যায়। রাত ২ টায় আহম্মদের বন্ধু ওই গ্রামের আহাদ আলীর পুত্র হারুন মিয়া ও সুন্দর আলীর সায়েদ মিয়া (৪০) রা সাহেদাকে ফোন করে মহিলা কাফেলা থেকে বাহিরে আসতে বলে। পরে তারা সাহেদাকে ওই স্থান থেকে তুলে নিয়ে ছাতিয়াইন এলাকার বগা নদীর পাড়ে নিয়ে গলায় শাড়ি পেছিয়ে শ্বাসররোদ্ধ করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।
পর দিন স্থানীয়রা নদীতে লাশ ভাসমান দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। নিহতরে বড় ভাই মন্নান মিয়া বাদী হয়ে ২৭ জানুয়ারী চুনারুঘাট থানায় উল্লেখিতদের নাম উলেখ করে একটি লিখিত এজাহার দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার দ্বায়ে হারুন মিয়াকে আটক করে। পরদিন হারুন মিয়া ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়।
ক্রিমিনাল ইনভেস্টিগেশন (সিআইডি) ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিলেট শাহজালাল মাজারের ১নং গেইটে অবস্থান করে ঘাতক আহাম্মদকে আটক করি। সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ পর্যন্ত ঘাতক আহম্মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। অজ্ঞাত আরও ২ জনকে আটক করার চেষ্টা চলছে’।
নিহত সাহেদার বড় ভাই মামলার বাদী আব্দুল মন্নান বলেন, ‘আমার বোনের হত্যাকারীদের বিচার চাই। এবং এ মামলার আরও অজ্ঞাতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।