Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ৩ ইউনিয়নে উপ-নির্বাচন আওয়ামীলীগ ১ ॥ স্বতন্ত্র ২ বিজয়ী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর, চুনারুঘাট ও বানিয়াচঙ্গের ৩টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে একটানা বিকেল ৫ টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন। ভোট গণনা শেষে স্ব-স্ব ইউনিয়নের দায়িত্বরত কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন।
তিনি জানান, চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে ৩৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ কাউছার আহমেদ। তার নিকটতম প্রতিদ্ধন্ধি অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুর রহমান চৌধুরী আনারস নিয়ে পেয়েছেন ২৮শত ভোট। এছাড়াও নৌকা প্রতীক নিয়ে ১৪৪২ ভোট পেয়েছেন মোঃ রইছ উল্ল্যা, ৭৪৭ ভোট পেয়েছেন মোঃ আব্দুল মান্নান, ৯০ ভোট পেয়েছেন নুর উদ্দিন সুমন।
মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে ২৬শত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নেপাল চন্দ্র দাস অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ২১শত ১৭ ভোট। এছাড়াও নৌকা প্রতীক নিয়ে মোঃ সমসু মিয়া পেয়েছেন ১৮শত ৬৪ ভোট। মিজানুর রহমান পেয়েছেন ১৭শত ৬৯ ভোট, চৌধুরী ফজলে ইমাম সুমন পেয়েছেন ১৫শত ১৪ ভোট, কায়সার আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩শত ৭১ ভোট।
বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার জয় কুমার দাস। তিনি পেয়েছেন ২৩শত ১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাউছার চৌধুরী পেয়েছেন ২ হাজার ২৪১ ভোট।