Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লন্ডনে যুক্তরাজ্য হবিগঞ্জবাসীর উদ্যোগে আবু জাহির এমপিকে নাগরিক সংবর্ধনা

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ২২ জুলাই সোমবার লন্ডনের কেমডেন সিটির বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারে যুক্তরাজ্য হবিগঞ্জবাসীর উদ্যোগে হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, আধুনিক ষ্টেডিয়াম সহ অসংখ্য    উন্নয়নের রুপকার ও তৃতীয় বারের মত বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এডঃ আলহাজ মোঃ আবু জাহির এমপিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। সাবেক হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি নুরুদ্দিন চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জালাল আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান সৈয়দ রব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ বি চৌধুরী শামীম।
এতে বিশেষ অতিথি ছিলেন, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিলের সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, কেমডেন কাউন্সিলের সাবেক মেয়র ওমর ফারুক আনসারী, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি এম এ আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী মুকিত চৌধুরী, হবিগনেঞ্জর গর্ব, বৃটিশ সিভিল সার্ভেন্ট তাহির আলী, যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফকরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, ষ্টক এন্ড ট্রেন্ট আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু ইউসুফ চৌধুরী, লুটন হবিগনেঞ্জর বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল হান্নান চৌধুরী, যুক্তরাজ্য হবিগঞ্জ আওয়ামী পরিবারের সভাপতি সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য শ্রমিকলীগ শামীম আহমেদ।
এমপি আবু জাহির বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও জনগনের সেবা করতে চাই, জনগনের সেবাকে আমি ইবাদত মনে করি। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাচিয়ে দিয়েছেন আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমাকে আপনারা যে ফুল দিয়ে সম্মানীত করেছেন আমি আপনাদের এবং দেশে আপনাদের পরিবার পরিজনদের সেই ফুল উৎসর্গ করলাম। হবিগঞ্জের প্রতি প্রধানমন্ত্রীর অসীম ভালবাসা রয়েছে, সেই নিরিখে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, আধুনিক ষ্টেডিয়াম, বলবদ্রনদীর ব্রীজ, জুডিশিয়াল ভবন,বৃন্দাবন কলেজ আধুনিকায়ন, বিদ্যুৎ, শিক্ষা সহ অভূতপূর্ব উন্নয়নে বরাদ্দ দিয়েছেন, সেই জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি হবিগঞ্জের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়া বক্তব্য রাখেন সর্বজনাব গুলজার বাবুল, মহিউদ্দিন আহমেদ, আমান উল্লা, আমির হোসেন খান, জুবায়ের আহমেদ, ইকবাল ফজলু, সৈয়দ জাকারিয়া, এম এ আউয়াল, নাজমুল ইসলাম, মোহাম্মদ ফজলু, মির্জা আওলাদ বেগ, দেওয়ান হাবিব চৌধুরী, নিজাম উদ্দিন, রুবেল চৌধুরী, শহিদুল আলম চৌধুরী বাচ্চু, শাহারিয়া খান, মোঃ গিয়াস উদ্দিন, জালাল উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, হবিগঞ্জ এলায়েন্স লুটন এর সেক্রেটারি ও লুটন সেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, এ রহমান অলি, লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকের আহবায়ক শিমুল চৌধুরী, সেক্রেটারী গোপেশ দেব, মুক্তিযোদ্ধার সন্তান শাহ সহিদ আলী, যুক্তরাজ্য যুবলীগের নেতা মোঃ আলামিন মিয়া, যুবলীগ নেতা অজিত লাল দাস, সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা শাহজাহান কবির, আসাবুর রহমান জীবন, আফজাল খান।
উপস্থিত ছিলেন মোঃ হিফজুর রহমান, শেখ কামাল, সাইফুল ইসলাম, মারুফ চৌধুরী, সাইদুর রহমান রানা, আলাল মহসিন, সৈয়দ শওকত, জিয়াউর রহমান, ফজলে এলাহী বাবর, হাজী জামাল আহমেদ, মোঃ আগুর মিয়া, কামাল চৌধুরী, আব্দুল কুদ্দুস, আবুল হোসেন, আইয়ুব শেখ সোহেল, আদিত্য খান সাদী, খায়ের আহমেদ, গৌরব রায় মিথুন, খায়রুজ্জামান জাহাঙ্গীর, বিপ্লব পাল, সৈয়দ মোস্তাক, শাহ রাসেল, সাইফুল ইসলাম হেলাল, শাহ জিয়াউর রহমান, এনায়েতুজ্জামান চৌধুরী টফি, মাসুম চৌধুরী, তারেক মিয়া, মোহাম্মদ ওমর হামজা, নাসুহা চৌধুরী, এছাড়াও বিপুল সংখ্যক কমিউনিটির নেতারা, যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।