Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুলিশের প্রশংসনীয় উদ্যোগ বানিয়াচংয়ে মাদকদ্রব্য ও তার কুফল সম্পর্কে রচনা প্রতিযোগিতা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বিভিন্ন ধরণের মাদক থেকে দুরে থাকা, সচেতনতা বৃদ্ধি ও এর কুফল নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বানিয়াচং থানা পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১ টায় ঐতিহ্যবাহী এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির প্রায় ৪০জন শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শুরুতেই মাদক ও অ্যালকোহল নিয়ে শিক্ষার্থীদের সামনে সচেতনতামূলক বক্তব্য রাখেন বানিয়াচং থানা পুলিশের এস আই আমিনুল হক। এ সময় তিনি বলেন-রসায়নে অ্যাকোহল বলতে এমন সব জৈব যৌগকে বুঝায় যাদের হাইড্রক্সিল কার্যকারী গ্র“পটি একটি অ্যালকাইল বা অ্যারাইল গ্র“পের কার্বনের সাথে একটি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। সাধারণভাবে অ্যালকোহল শব্দটি আরবি শব্দ “আল-কুহ”থেকে এসেছে। যার অর্থ সাধারণভাবে ইথানল। ইথানল বর্ণহীন একধরণের উদ্বায়ী তরল যা গাঁজনের মাধ্যমে আখ থেকে তৈরী করা যায়। এই অ্যালকোহল অতিরিক্তি সেবনে তা নেশায় পরিণত হয়। তাই বিভিন্ন জাতের কোমলপানীয় পান করার আগে দেশেশুনে পান করার জন্য উপস্থিত শিক্ষার্থীদের বলেন। পাশাপাশি যেসব খাদ্য, পানীয় বা বস্তু সুস্থ মস্তিষ্কে বিকৃতি ঘটায়, জ্ঞান-বুদ্ধি লোপ করে এবং নেশা সৃষ্টি করে সেগুলো মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। মাদক মানবজীবনের জন্য অত্যান্ত ক্ষতিকর ও বিপজ্জনক। ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ ও জাতিকে বিধ্বস্তকারী মরণব্যাধী হচ্ছে মাদক। আর মানবিক দৃষ্টিকোণ থেকে একটি চরম অপরাধ। মনে রাখতে হবে মাদক নির্মূল কারো একার পক্ষে সম্ভব নয়। প্রয়োজন সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা। পরে ৫০ নম্বর ও ৩০মিনিট সময় দিয়ে মাদকের উপর লিখিত পরীক্ষা নেন এস আই আমিনুল হক। এদের থেকে ১ম, ২য় ও ৩য় বাছাই করে তাদেরকে পুরষ্কৃত করা হবে। এ বিষয়ে এস আই আমিনুল হক জানান, হবিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ স্যারের নির্দেশে এই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে এ আয়োজন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, এসআই ফিরোজ, সাংবাদিক রায়হান উদ্দিন সুমন, ইউপি সদস্য জাহাঙ্গির মিয়া, কনস্টেবল জাহিদুর রহমান প্রমুখ।