Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের প্রিয়মুখ মিহির সরকারের পরলোকগমন ॥ বিভিন্ন মহলের শোক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারের চাদঁসী ক্ষত চিকিৎসালয় এর সত্ত্বাধিকারী বিশিষ্ট চিকিৎসক ডাঃ মিহির লাল সরকার (৬২) আর নেই। তিনি গতকাল বৃহস্পতিবার ভোর ৫.৪০ মিনিটে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মধ্যবাজারস্থ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন। দিব্যান লোকান সঃ গচ্ছুতু। তার শেষকৃত্যানুষ্টান ঐদিন বিকাল ৩ টায় জয়নগরস্থ নবীগঞ্জ পৌর শ্মশানঘাটে সম্পন্ন হয়। ডাঃ মিহির লাল সরকারের আকস্মিক মৃত্যুর খবর শোনে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠিনক সম্পাদক রিজভী আহমদ খালেদ, উপজেলা রামকৃষ্ণ সংঘের অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, উপজেলা সৎসঙ্গের সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল, সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইসকনের সাধারণ সম্পাদক যুবরাজ গোপ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি অজিত কুমার দাশ, বিধু ভুষন গোপ, তাপস চন্দ্র বনিক, শিক্ষক রাখাল চন্দ্র দাশ, মৃম্ময় কান্তি দাশ বিজন, ডাঃ নরেশ দাশ, সাবেক সাধারণ সম্পাদক রসময় শীল, শিক্ষক নিখিল সুত্রধর, শিক্ষক সুব্রত দাশ, শংকর গোপ, রতিশ দাস, সজল দেব, নিতেশ দাশ, হিমাদ্রী রায়, প্রভাষক অসীম রায়, পবিত্র বনিক, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, হিমাংসু রায়, পরিমল কুড়ি, গৌরমনি সরকার, দিপক পাল, বিশ্বমনি সরকার, উত্তম রায়, সাধন চন্দ্র দাশ, সজল কুমার দাশ, শংকর দেব, উৎপল দাশ, কাঞ্চন বনিক, অঞ্জন পুরকায়স্থ, তনয় কান্তি ঘোষ অনজন, যাদব সুত্রধর, নয়নমনি সরকার, রানা দেব, রতœদীপ দাশ রাজুসহ নবীগঞ্জের বিভিন্ন ম্যেণীপেশার মানুষ শেষবারের মত এক নজর দেখার জন্য বাসায় ও শ্মশানঘাটে ভীড় জমান। ডাঃ মিহির লাল সরকারের আকস্মিক মৃত্যুতে নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ সহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।