Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পাশের হার ৯৪.৪৪

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৭টি কলেজে থেকে ১ হাজার ৬ শ ১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উর্ত্তীণ হয়েছে ১ হাজার ৫শ ২৮ জন। পাশের হার শতকরা ৯৪.৪৪ ভাগ। ফলাফলের দিক দিয়ে মৌলনা আসাদ আলী ডিগ্রী কলেজ থেকে ৮শ ৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৭শ ৩২জন। এ কলেজে পাশের হার ৮১.৫১ ভাগ ফলাফল অর্জন করে শীর্ষে আছেন। ধর্মঘর ডিগ্রী কলেজ থেকে ৩৭৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে উর্ত্তীণ হয়েছে ২৭৫ জন। জিপিএ -৫ পেয়েছে-১ জন। মনতলা শাহজালাল সরকারী কলেজ থেকে ৪৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উর্ত্তীণ হয়েছে ৩৯২জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ থেকে ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২১ জন। চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজ থেকে ৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭০জন উর্ত্তীণ হয়েছে। জগদীশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজ থেকে ১০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৩৬ জন । ছাতিয়ান বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজ থেকে ৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে উর্ত্তীণ হয়েছে ২ জন।