Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হুমকির মুখে হবিগঞ্জ শহর প্রতিরক্ষা খোয়াই বাঁধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে খোয়াই নদীর পানি ক্রমেই বাড়ছে। গতকাল রোববার সন্ধ্যে ৬টায় খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ অবস্থায় উৎকণ্ঠা দেখা দিয়েছে নদী তীরবর্তী বাসিন্দাদের। খোয়াই নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে খোয়াই নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। খোয়াই নদীর পানিও প্রতিনিয়তই বাড়ছে। নদীগুলোর বাঁধ তেমন একটা ঝুকিতে না থাকলেও বাঁধ উপচে পানি প্রবেশ করতে পারে। খোয়াই নদীর পানি প্রতি ঘণ্টায় ১০ সেন্টিমিটার হারে বাড়ছে। অপরদিকে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জেলার রতœা, সুটকি, করাঙ্গী, সুতাং ও সোনাই নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।