Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ডিআইজি কামরুল আহসান জনগণের প্রত্যাশা পূরণে বিট পুলিশিং

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ডিআইজি কামরুল আহসান বি.পি.এম (বার)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিট পুলিশিং ব্যবস্থা জনগণের সকল প্রত্যাশা পূরণ করবে। এ ব্যবস্থার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীকে চিহ্নিত করা সহজ হবে এবং তাদেরকে চিহ্নিত করে তড়িৎ আইনের আওতায় আনতে বিট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। তিনি আরো বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমাজের ছোটবড় সমস্যাগুলো স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের লোকজন ও সমাজপতিদের সহযোগিতায় বারবার চেষ্টা করে সমাধান করা হবে। এর মাধ্যমে জনগণ বিট পুলিশিংয়ের সুফল ভোগ করবে। গতকাল শনিবার সকালে মাধবপুর থানা প্রাঙ্গণে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের এএসপি মোঃ নাজিম উদ্দীন, মাধবপুররের নবাগত ওসি কে এম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামালীগের সহ-সভাপতি রহম আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আক্তার হোসেন মনির, চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, আরিফুর রহমান আরিফসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। এতে প্রত্যেক ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।