Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ থেকে চুরি করে কসাইখানায় বিক্রয়কালে গাভীসহ আটক ২

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থেকে গাভী চুরি করে মৌলভীবাজার কসাইখানায় বিক্রয়কালে নবীগঞ্জের ২ গাভী চোর আটক। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। চুরির ঘটনায় পুলিশ বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের শ্রমিক নেতা লিয়াকত খানের বাড়ী থেকে গত শনিবার দিবাগত রাতে একটি গর্ভবতী গাভী চোরেরা নিয়ে যায়। গাভীর মালিক অনেক খোজাখুজি করে সন্ধান না পেয়ে নবীগঞ্জ থানায় পরদিন একটি সাধারণ ডায়েরী করেন। ওই চোরাই গাভীটি হবিগঞ্জ জেলার পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলা সদরের দক্ষিণ বাজারস্থ খালিক মিয়ার মাংসের দোকানে বিক্রয়কালে গাভী চোরদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে মৌলভীবাজার থানার এসআই তোফাজ্জুল হোসেন একদল পুলিশ নিয়ে নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের জাহির উদ্দিনের পুত্র রাজিব (২৮) কে ঘটনাস্থলে গাভী সহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর তার অপর সহযোগী কুর্শি গ্রামের সাবেক মেম্বার দিলবাহার আহমদ দিলকাছ এর পুত্র জুবেদ আহমদ (৩২) থানায় গিয়ে তদবির করতে গেলে পুলিশ তাকে সন্দেহজনক ভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ও গাভী চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় মৌলভীবাজার থানার এসআই তোফাজ্জুল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২/৩ জনের নামে একটি চুরির মামলা দায়ের করেন। মৌলভীবাজার থানার মামলা নং- ০৫ তারিখ ০৬/০৭/২০১৯ইং। পরে পুলিশ ধৃত আসামীদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করছে। আদালত ধৃত আসামী রাজিবের ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, ধৃত আসামী জুবেদের বিরুদ্ধে সিলেটের মোগলা বাজার থানায় আরেকটি সিএনজি ছিনতাইয়ের মামলা রয়েছে। মোগলা বাজার থানার মামলা নং ০৬ তারিখ ০৯/০৮/২০১৭ইং। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুমান আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা তদন্ত চলছে ধৃত আসামী রাজিব মিয়ার ১ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।