Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জন্ম নিবন্ধন নিয়ে নাগরিকদের ভোগান্তি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পৌর বা ইউনিয়ন প্রতিষ্টানে নাগরিকদের সেবা সমুহের মধ্যে অন্যতম একটি সেবা জন্ম ও মৃত্যু নিবন্ধন। স্কুলে-কলেজে ভর্তি, সরকারী-বেসরকারী প্রতিষ্টানে চাকুরী, বিয়ে, জমি বেচা কেনা, পাসর্পোটসহ গুরুত্বপুর্ণ বিভিন্ন কাজে ব্যবহৃত হয় জন্ম নিবন্ধন। অধিক গুরুত্বপুর্ণ হওয়ায় নাগরিকগণ জন্ম ও মত্যু নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট পরিষদে ভীড় করে থাকেন। কিন্তু আবেদন করার পর থেকেই শুরু তাদের বিড়ম্বনা ও চরম ভোগান্তি। দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষার প্রহর গুণতে হয় নিবন্ধন সনদের জন্য। পৌরসভা বা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলেই জানানো হয় হচ্ছে না, ক’দিন পর আসেন। কারণ জানতে চাইলে জবাব একটাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্ভার স্টেশন খারাপ, কাজ হচ্ছে না। সমাধানের পথও খোজেঁ পাচ্ছেন না ভুক্তভোগীরা। অনেক ক্ষেত্রে দেখা যায় কারো নিবন্ধন এক ঘন্টার মধ্যেও ডেলিভারি দেয়া হয়। এ সময় অপেক্ষায় তাকা কেউ তার নিবন্ধনটি দেয়ার অনুরুধ করলে জবাব আসে, আবার সার্ভার স্টেশন খারাপ হয়ে গেছে। ফলে উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু সনদপত্র নিতে আসা নাগরিকদের চরম ভোগান্তি দেখা দিয়েছে। অন লাইনের কাজের অবস্থা বেগতিক দেখে হতাশা প্রকাশ করছেন নাগরিকগণ। তারা বলেন, অনলাইনে নিবন্ধন সনদ পেতে যদি ২/৩ মাস অপেক্ষা করতে হয়, তাহলে হাতের লেখা সনদই ভাল ছিল। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন।