Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ ॥ নবীগঞ্জের উপ-স্বাস্থ্য কেন্দ্রেগুলোর ঝোপঝাড় পরিষ্কারে অভিযান

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঝোপঝাড়ের বাসস্থানে পরিণত নবীগঞ্জ উপজেলার ৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্র। বেহাল দশা ও জনবল সংকটে প্রায় বন্ধ হওয়ার উপক্রম ইউনিয়ন ভিত্তিক এসব উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাৎক্ষনিক উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝোপঝাড় পরিষ্কারে উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে কর্তৃপক্ষের নির্দেশে নবীগঞ্জ থেকে গজনাইপুর ইউনিয়নে অবস্থিত দেওপাড়া উপ-স্বাস্ত্য কেন্দ্রের ঝোপঝাড় পরিষ্কার করে পরিচ্ছন্ন কর্মীরা। গত ৫ জুলাই দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর ঝোপঝাড় পরিষ্কার করতে আমরা উদ্যোগ নিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাক্তার নিয়োগ প্রক্রিয়াধীন আশা করি খুব শীঘ্রই জনবল সংকট সমাধান হবে এবং গ্রামাঞ্চালের মানুষ শতভাগ চিকিৎসা সেবা পাবে। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার দেওপাড়া, আউশকান্দি, গোপলার বাজার, মান্দারকান্দিতে ৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। ৫টি উপ- স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে মেডিকেল অফিসার, মিডওয়াইফ, উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা, ফার্মাসিস্ট, অফিস সহায়ক সহ মোট ২৫ টি পদ রয়েছে। এর বিপরীতে কর্মরত রয়েছে মাত্র ৬ জন। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। এদিকে ঝোপঝাড় পরিচ্ছন্ন করার উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ডাক্তারসহ অন্যান্য পদে জনবল নিয়োগ দেয়ার ব্যাপারে কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন স্থানীয় লোকজন।