Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে বিট পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ “পুলিশই জনতা, জনতাই পুলিশ” কমিনিউনিটি পুলিশিং এর মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রামের অংশ হিসেবে নিজামপুর ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে হবিগঞ্জ সদর থানার পক্ষে ৯নং নিজামপুর ইউনিয়ন (বিট নং-৭) অফিসে বিট এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিট পুলিশের সদস্যবৃন্দ, মেম্বার, চেয়ারম্যান, শিক্ষক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকদের উপস্থিতিতে এই বৈঠকের আয়োজন করা হয়। নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন তাজ উদ্দীন আহামেদের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। ইউনিয়ন বিট অফিসার এস.আই মোঃ জুয়েল সরকারের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে চুরি, ছিনতাই, মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, ধর্ষন, দাঙ্গাসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে অংশ গ্রহনমূলক আলোচনা করা হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা, প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় কিভাবে উক্ত সামাজিক সমস্যা নিবারণ করা যায় সেই বিষয়ে আলোকপাতা করা হয়। উঠান বৈঠকে অংশ নেয়া জনগনের প্রত্যাশা এই বৈঠকের ফলে এলাকার সামাজিক সমস্যাগুলো উল্লেখযোগ্য হারে নিবারণ করা সম্ভব হবে। জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম, বিপিএম মহোদয়ের পক্ষ থেকে আমারাও সকলের সহযোগীতায় অপরাধ দমনে অঙ্গীকারাবদ্ধ।