Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজকের শিশু এগিয়ে নিয়ে যাবে আগামীর বাংলাদেশ-মোতাচ্ছিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়ন ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মতি উপস্থিতি নিশ্চিত করণের লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “প্যারেস ইভিনিং” কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। প্রাথমিক বিদ্যালয়ে প্রতি মাসে ১ দিন শিক্ষক অভিভাবক এবং ছাত্র আলোচনা করে উপস্থিতি এবং গুনগমান নিশ্চিত করেন এর লক্ষ্যে উল্লেখিত সময়ে হবিগঞ্জ কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোতালিব মমরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, এটিও উত্তম কুমার রায়, স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে হলে একা শিক্ষকের পক্ষে সম্ভব নয়। এই জন্য প্রয়োজন অভিভাবক, এলাকার সচেতন নাগরিকগন, শিক্ষক শিক্ষিকাদের পরামর্শে ছাত্রদের গুনগতমান নিশ্চিত করা। তাই আগামী প্রজন্মকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে শিক্ষার গুনগতমান নিশ্চিত করতে সকলের সমন্বয়ে শিক্ষার্থীদের বিশেষ যতœ সহকারে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তবেই আজকের শিশু আগামীর বাংলাদেশকে সুন্দুর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।