Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে গণবিবাহ্ ॥ জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাত্রস্থ হচ্ছে ১২ কনে

সিরাজুল ইসলাম জীবন ॥ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিগঞ্জ পৌরসভার কন্যাদান অনুষ্ঠান হচ্ছে আজ। পৌরসভার ব্যবস্থাপনায় পৌর এলাকার অস্বচ্ছল পরিবারের ১২ জন মেয়েকে আজ ধুমধামের সাথে পাত্রস্থ করা হচ্ছে। এটি হবিগঞ্জ পৌরসভার গনবিবাহ কার্যক্রমের ২য় পর্যায়। গতবছর ১ম পর্যায়ের কন্যাদান অনুষ্ঠান দেশ বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। জনহিতকর এ ধরনের কর্মসুচী চালিয়ে যেতে অনেকেই হবিগঞ্জ পৌরসভাকে উৎসাহিত করেন। পৌরসভার নিয়মিত সেবাদান কর্মসুচীর পাশাপাশি জনহিতকর ও ব্যতিক্রমধর্মী কর্মসুচীর রূপকার হবিগঞ্জ পৌসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। তার মতে পৌর এলাকায় এমন অনেক অস্বচ্ছল পরিবারের মা-বাবা ও অভিভাবক রয়েছেন যারা অর্থের অভাবে তাদের মেয়েদের বিয়ে দিতে পারছেন না। এ অসহায়ত্ব ঘুচাতে ওই মেয়েদেও অভিভাবকত্ব গ্রহন করে তাদেরকে পৌরসভার ব্যবস্থাপনায় বিয়ে দেয়ার পরিকল্পনা নিয়ে ১ম পর্যায়ে তাদের বিয়ে দেয়ার আয়োজন করি গতবছর। এই কর্মসুচী ব্যাপক সফলতা বয়ে নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় এবার আজ ১২ জন মেয়েকে পৌরসভার ব্যবস্বথাপনায় বিয়ে দেয়া হচ্ছে। এ কন্যাদানকে ঘিরে হবিগঞ্জের বিভিন্ন মহলে যে ইতিবাচক সাড়া আমরা পেয়েছি তাতে আমরা আনন্দিত। ইতিমধ্যে বর-কনেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যাপক হারে উপহার সামগ্রী দিয়েছেন। সকলের সহযোগিতায় এ কন্যাদান অনুষ্ঠানও সফল ও সার্থক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাথে সাথে মেয়র পৌরভবনে বেলা ১১ টায় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
এদিকে গতকাল মঙ্গলবার কন্যাদান অনুষ্ঠানের একদিন আগে হবিগঞ্জ পৌরসভায় ছিল সাজ সাজ রব। প্রস্তুতির শেষ পর্যায়ে মেয়র আলহাজ্ব জি কে গউছ, কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা কাটিয়েছেন ব্যস্ত সময়। সারাদিনই শহরের সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ পৌরবাসীর অনেকেই কন্যাদান অনুষ্ঠানের খোজ খবর নিয়েছেন। অনেকেই বর-কনের জন্য আগাম উপহার তুলে দিয়েছেন মেয়রের হাতে। শেষ খবর পাওয়া পর্যন্ত যারা উপহার দিয়েছেন তারা হলেন, এসডি প্লাজার স্বত্তাধিকারী শংকর দাস দিয়েছেন ১২ সেট পাঞ্জাবী, ট্রাউজার ও গেঞ্জি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাফর আলী খান নগদ ৫ হাজার টাকা, নিউ কলেজ সুজের স্বত্তাধিকারী আব্দুর রউফ ১২ সেট জুতা, পৌরসভার সহকারী হিসাব রক্ষক ফয়সল আহমেদ খান ১২ সেট মশারী ও গামছা, পৌরকর্মচারী সংসদ ২৪ টি বালিশ, পৌরপরিষদ ১২ টি সেলাই মেশিন, ছাত্রদল নেতা তাজুল ইসলাম ফরিদ ২ হাজার টাকা, উত্তম মিষ্টান্ন ভান্ডারের স্বত্তাধিকারী রবি দেব ১০ কেজি মিষ্টান্ন, বিএনপি নেতা শফিকুর রহমান ফারছু ২০ কেজি মিষ্টি ও ৫ কেজি নিমকি, সুর্য মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্র ১২ টি মোবাইল সেট, ঠিকাদার মহসিন শিকদার ১০ কেজি মিষ্টি ও ৫ কেজি নিমকি, ঠিকাদার হেলাল আহমেদ টিপু ও শফিকুল আলম শাহরাজ ১২ ঝিল পবিত্র কোরআন শরীফ, বিশিষ্ট রাজনৈতিক নেতা শংকর পাল নগদ ৫ হাজার টাকা, ব্যবসায়ী কুলদীপ দাস রাজু ১২ জোড়া জুতা, ইউপিপিআরপি’র কর্মকর্তা-কর্মচারী ১২টি জায়নামাজ, হাজী এনামূল হক ১২ টি লুঙ্গি, কবি তাহমিনা বেগম গিনি ১২ হাজার টাকা, কাজী কামরুল আহমেদ ২ হাজার টাকা, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান বাচ্চু ৫ হাজার টাকা, সিডিসি ফেডারেশন ১২ টা কলস, ঠিকাদার জাকির হোসেন ও মুজিবুর রহমান ১২ টি শার্ট, ডাঃ সৈয়দ আবরার জাবের ১২ সেট ক্রোকারীজ, আলনুর সিটির সত্ত্বাধিকারী লুৎফুর রহমান তাহের ১২ টি বিয়ের শাড়ী, তাহের বস্ত্রালয়ের স্বত্তাধিকারী আবু তাহের ৬ টি শাড়ী ও জাপা (কাজী জাফর) নেতা আলহাজ্ব আতিকুর রহমান আতিক ৭ হাজার টাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌরভবনে আরো উপহার সামগ্রী গ্রহণ চলছিল।
আজ যারা শুভপরিনয়ে আবদ্ধ হচ্ছে তারা হচ্ছে-১. কনে-নাজনীন বেগম, পিতা-রব্বান হোসেন, মাতা-জলিকা খাতুন, শায়েস্তানগর, ৯নং ওয়ার্ড, হবিগঞ্জ। বর-সুনু মিয়া, পিতা-তানু মিয়া, মাতা-সাজিয়া বেগম, গ্রাম-দাউদপুর, ৭নং বড়ইউড়ি, উপজেলা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ।
২. কনে-মোছাঃ হেনা বেগম, পিতা-মোঃ আব্দুল শহীদ, মাতা-মোছাঃ সাহেনা বেগম, শায়েস্তানগর, ৯নং ওয়ার্ড, হবিগঞ্জ। বর-হাফিজুর রহমান, পিতা-মৃত সিরাজ মিয়া, মাতা-মেহেরুন্নেছা, গ্রাম-মধ্যবাজার, উপজেলা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ
৩. কনে-মোছাঃ রোজিনা বেগম, পিতা-মোঃ আবুল ফজল, মাতা-মোছাঃ জিলাদার বিবি, শায়েস্তানগর, ৯নং ওয়ার্ড, হবিগঞ্জ। বর-মোঃ রুবেল মিয়া, পিতা-মৃত আল্লাদ মিয়া, মাতা-মৃত মোছাঃ জায়দা বেগম, গ্রাম-পশ্চিম তিমিরপুর, ডাক-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ
৪. কনে-মোছাঃ কুলসুমা আক্তার, পিতা-মৃত হোরন মিয়া, মাতা-মৃত মোছাঃ সেলিনা খাতুন, শায়েস্তানগর, ৯নং ওয়ার্ড, হবিগঞ্জ। বর-মোহাম্মদ আব্দুল আওয়াল, পিতা-মৃত রতন মিয়া, মাতা-মোছাঃ আম্বিয়া খাতুন, গ্রাম-গংগানগর, উপজেলা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ।
৫. কনে-মোছাঃ অজুফা বেগম, পিতা-মোঃ জৈন উল্যা, মাতা-মালেকা বানু, নাতিরাবাদ, হবিগঞ্জ। বর-মোবারক হোসেন, পিতা-নুরুল ইসলাম, মাতা-মনোয়া বেগম, উপজেলা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর।
৬. কনে-মাহিদা বেগম, পিতা-মোহাম্মদ আলী, মাতা-রেজিয়া খাতুন, দানিয়ালপুর, হবিগঞ্জ। বর-মোঃ সাজন মিয়া, পিতা-মোঃ বাছন মিয়া, মাতা-মোছাঃ খেলা বেগম, ওসমানী রোড, উপজেলা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ।
৭. কনে-মোছাঃ শাবনুর আক্তার, পিতা-মোঃ মাজিদ মিয়া, মাতা-মোছাঃ আয়েশা খাতুন, গোসাইপুর, হবিগঞ্জ। বর-রিপন মিয়া, পিতা-তৈয়ব আলী, মাতা-মমতা বেগম, কামড়াপুর, হবিগঞ্জ।
৮. কনে-তাহেরা বেগম, পিতা-ফিরোজ আলী, মাতা-সামছুননাহার, দানিয়ালপুর, হবিগঞ্জ। বর-মোঃ নিজাম উদ্দিন, মাতা-মোছাঃ ছুকেরা আক্তার, গ্রামঃ হরিপুর, উপজেলা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
৯. কনে-মোছাঃ মাজেদা খাতুন, পিতা-আঃ মালেক, মাতা-মৃত জাহানারা খাতুন, মাহমুদাবাদ, হবিগঞ্জ। বর-মোঃ জামাল মিয়া, পিতা-মৃত-লোকমান মিয়া, মাতা-রুপেনা খাতুন, গ্রাম-তালিবপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
১০. কনে-মোছাঃ নাজমা আক্তার, পিতা-মৃত মোঃ মধু মিয়া, মাতা-মোছাঃ তাহেরা খাতুন, শায়েস্তানগর, হবিগঞ্জ। বর-মোঃ সুমন মিয়া, পিতা-আঃ মন্নান, মাতা-আউলিয়া আক্তার, গ্রাম-আনন্দপুর, জেলা-হবিগঞ্জ।
১১. কনে-মোছাঃ আয়েশা আক্তার, পিতা-মোঃ ইউনুছ আলী, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, উমেদনগর বন্দের বাড়ী, হবিগঞ্জ। বর-মোঃ রুহুল আমিন, শাহ আলম, পিতা-মোঃ মকছুদ আলী, মাতা-মোছাঃ আম্বিয়া খাতুন, গ্রাম-আলাপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
১২. কনে-হোসনা আক্তার, পিতা-আফরোজ মিয়া, মাতা-ফরচান বেগম, কার্টষ্টেশন রোড, হবিগঞ্জ। বর-মোঃ কাউছার মিয়া, পিতা-আঃ রহমান, মাতা-আনোয়ারা বেগম, গ্রাম-সুলতানশী, উপজেলা ও জেলা-হবিগঞ্জ।