Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ জনজীবন ॥ বিক্ষুব্ধদের বিদ্যুৎ অফিসে হামলা

আব্দুল হালীম ॥ হবিগঞ্জ শহরে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে বিক্ষুব্ধ জনতা গতকাল রাতে বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছে। এ সময় নির্বাহী প্রকৌশলীর অফিসসহ কয়েকটি দরজা-জানালা ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানেই প্রচন্ড তাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এর মধ্যে শহরে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার কারনে মানুষ নাভিশ্বাস হয়ে উঠেছে। মঙ্গলবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত শহরের চৌধুরী বাজার, বানিজ্যিক এলাকা, ডাকঘর এলাকা, কালিবাড়ি রোড, পিটিআই সড়ক, বগলা বাজার, মোহানপুর, কোর্টষ্টেশন রোড, রাজনগর, সায়েস্তানগর, নোয়াবাদ, মুসলিক কোয়ার্টারসহ আশপাশ এলাকায় কমপক্ষে ৩০ থেকে ৪০ বার বিদ্যুৎ লুকোচুরি খেলা খেলে। বিদ্যুতের এ ভয়াবহ ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে সাধারণ যুবকরা সন্ধ্যায় বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানায়, শহরের প্রতিটি এলাকায় এখন ট্রান্সফর্মারগুলোর উপর চাপ বাড়ছে। তারা জানান, বাসা-বাড়িতে এখন ফ্রিজ, টিভি ছাড়াও এয়ারকন্ডিশন, ওয়াশিং মেশিন, প্রেসারকুকার, ওভেনসহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্য ব্যবহার হচ্ছে। যে কারনে ট্রান্সফর্মারগুলোতে ফিউজ নষ্ট হয়ে যাচ্ছে। আর একটি ফিউজ পরিবর্তন করতে কিছু সময় খরচ হয়। তারা জানান, বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের কষ্ট লাঘবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।