Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাউয়াছড়া উদ্যানে বন্যপ্রাণী অবমুক্ত

কউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ লোকালয় থেকে উদ্বার করা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাাণী অবমুক্ত করা হয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। শুক্রবার বিকেলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমগঞ্জের লাউয়াছড়ার জানকিছড়ায় এই প্রানীগুলো অবমুক্ত করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি বুরহান উদ্দিন। প্রানীগুলোর মধ্যে ছিল ২টি সবুজ বোড়াল সাপ, একটি সঙ্খনী সাপ, একটি কাল নাগিনী ও একটি লজ্জাবতী বানর। এ সময় লাউয়াছড়া বনে বটবৃক্ষের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলনে, মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক আনিসুল রহমান, বাংলাদশে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব, লাউয়াছড়া রেঞ্জ র্কমর্কতা মোনায়েম হোসেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, গ্রামের ঝুপঝাড় কেটে ফেলায় এবং বন জঙ্গলে পানি ও খাদ্যের অভাব দেখা দিলে বন্য প্রাণীরা প্রায়ই লোকালয়ে ছুটে আসে। তখন মানুষের আক্রমনে অনেক সময় তারা আহত ও নিহত হয়। আর মানুষের হাতে প্রাণীগুলো ধরা পড়ার খবর পেলে তা উদ্ধার করে আনেন এবং প্রয়োজনী সেবাযতœ শেষে আবার অবমুক্ত করেন।