Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উঠান বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ॥ যে কোন অপরাধের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিট পুলিশের ২নং বিট হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রিচি মধ্যগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কমিউিনিটিং পুলিশিংয়ের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ এর সভাপতিত্বে এবং এসআই শাহিদ মিয়ার পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোর্ট স্টেশন ফাড়িঁর ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া হাসান, রিচি ইউনিয়ন কমিউনিটিং পুলিশিংয়ের প্রাক্তন সভাপতি কাজল আহমেদ, বিশিষ্ট মুরুব্বী বরকত আলী, জিতু মিয়া, আব্দুল মন্নান, সফি উল্লাহ, এসএম মাসুক প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম বলেন, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধসহ সকল ধরণের অপরাধের বিরোদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। অপরাধীদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে প্রতিরোধ করা সম্ভব হবে। আমরা সকলেই মিলেই একটি সুন্দর দেশ গড়তে চাই। উঠান বৈঠকে বক্তারা বলেন, রিচি গ্রামে জঙ্গিবাদ সৃষ্টি হওয়ার কোন আশংকা নেই। এ ছাড়াও গ্রামে কোন সময় মাদক ছিল না, ভবিষ্যতে থাকবে না। এ ব্যাপারে রিচি গ্রামবাসী ঐক্যবদ্ধ। এছাড়াও লুকড়া ইউনিয়নের বিট পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।