Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে নবীগঞ্জে বিক্ষোভ

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও ঈদ পুর্ণমিলনী উপলক্ষ্যে আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।
পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মনর উদ্দিন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। এ সময় তিনি বলেন, গোটা বিশ্ব মানবতা দেখছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। র্যাপ্ত পরিমান চিকিৎসা সেবাটুকু তাঁকে দেয়া হচ্ছেনা। মামলায় জামিন পেলেও সরকারের সরাসরি হস্তক্ষেপ এর কারণে বেগম জিয়ার মুক্তি সম্ভব হচ্ছেনা। খালেদা জিয়ার মুক্তির দাবী এখন গণমানুষের দাবীতে রূপ নিয়েছে। অবৈধ ক্ষমতার এই দখলদারিত্ব একদিন ছাড়তে হবে। সব অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যার একদিন জবাব দিতে হবে। শীঘ্রই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মালিক, নবীগঞ্জ পৌর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর রুহুল আমিন রফু, সহ-সভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, ছালিক মিয়া, সাইফুর রহমান মালিক, লুৎফুর রহমান মাখন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, সাবেক কাউন্সিলর জয়নাল মিয়া, আব্দুল মুকিত পাঠান, দেবপাড়া ইউপি বিএনপির সভাপতি কাপ্তান মিয়া, সদর ইউনিয়ন সভাপতি হাজী আব্দুল মুক্তাদির, সাধারণ সম্পাদক জিল্লুর নুর, পশ্চিম বড় ভাকৈর ইউপি সভাপতি স্মৃতি ভূষণ দাস, সাবেক সভাপতি সাজিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান মুন্সি, বাউসা ইউনিয়ন সভাপতি কাওছার মিয়া, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান শিশু, পানিউমদা ইউনিয়ন সাবেক সভাপতি তৌয়মুর আলম, গজনাইপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ, বিএনপি নেতা ময়না মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোর্শেদ আহমদ, উপজেলা মৎসজীবি দলের সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত আজাদ, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক দুলা, বিএনপি নেতা আব্দুল হান্নান, জাহান আহমেদ জানার, জাহাঙ্গীর আলম, আব্দুল কাইয়ুম, মাহমুদ চৌধুরী, কাপ্তান মিয়া, আমিনুর রশিদ চৌধুরী, যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, জিতু মিয়া সেন্টু, মাওলানা আব্দুল হাদী, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক রুহেল আহমেদ, হাফিজুর রহমান, মাস্টার আব্দুল মান্নান, আব্দুর রকীব, মোঃ আলমগীর মিয়া, আবুল খায়ের টিসা, মিজানুর রহমান, খোকন মিয়া, ফুল মিয়া, সাইদুর রহমান, শাহেল আহমদ, মুহিত মিয়া, আলীনুুর পাশা, শহিদুর রহমান ছাত্রদল নেতা আবুল কালাম মিঠু, খালেদ আহমদ, রুহুল আমীন শমসের, ওয়াহিদ্দুজ্জামান জুয়েল, সাবেল আহমেদ, শাহেদ আহমেদ, খালেদ আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক রোকন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, শেখ শিপন, আলিফ উদ্দিন, কলেজ ছাত্রদল নেতা কপিল উদ্দিন, অনিক আহমেদ শামীম আহমদ, তাহসিন আহমেদ, তাহের মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা শায়খ আব্দুর রক্বীব হক্কানী।