Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে নতুন এক আবিস্কার মোবাইল কলের মাধ্যমে চালু ও বন্ধ করা যায় বিদ্যুৎ চালিত মটর

আবুল কাসেম, লাখাই থেকে ॥ মোবাইল কলের মাধ্যমে চালু ও বন্ধ হবে বিদ্যুৎ চালিত মটর। আর এ নতুন ধরণের একটি ইলেকট্রিক ডিভাইস উদ্ভাবন করেছেন হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের আক্কাছ মিয়া। তিনি তার উদ্ভাবিত ডিভাইসটির নামকরণ করেছেন আক্কাছ ইলেকট্রিক ডিভাইস। এই নতুন ডিভাইস তৈরি করতে টিনের বক্স, সার্কিট বেকার, ২টি সিম, ১টি মোবাইল, ২টি সুইচসহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করেছেন। মোবাইলে ক্রটি থাকলে সুইচ টিপে ডিভাইস চালু করা যাবে। দীর্ঘ ৬ মাস চেষ্টায় তিনি নতুন এ ধরণের ডিভাইস এর মাধ্যমে সফলভাবে বিদ্যুৎ চালিত মটর চালু ও বন্ধ করার মত প্রযুক্তি উদ্ভাবন করেন। নতুন উদ্ভাবিত ডিভাইস এর কার্যক্রম মোবাইল কলের মাধ্যমে চালু ও বন্ধ করে তাক লাগিয়ে দিয়েছেন সারা এলাকা। তিনি তার নিজের মোবাইল থেকে ডিভাইস এর মোবাইল নাম্বারে কল দিয়ে মটর চালু করেন এবং পুনরায় কল দিয়ে তা বন্ধ করে দেখান। এ ব্যাপারে আক্কাছ ইলেকট্রিক ডিভাইসের উদ্ভাবক মো: আক্কাছ মিয়া জানান, ছোট বেলা থেকেই আমি ইলেকট্রিক যে কোন কাজ কর্মে আগ্রহী ছিলাম। এ কাজ করতে আমার ভাল লাগত। আর এ আগ্রহই আমাকে এ পর্যন্ত পৌছে দিয়েছে। আমি ভাবতে শুরু করি কিভাবে সুইচ চালু ও বন্ধ না করে অন্যান্যভাবে বিদ্যুৎ চালিত মটর চালু ও বন্ধ করা যায়। আর এ ভাবনা থেকেই আমি এ কাজ শুরু করি। দীর্ঘ ৬ মাসের চেষ্টায় এ ধরণের প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হই। তবে আধুনিক যন্ত্রপাতি ও অর্থনৈতিক সহযোগিতা পেলে আক্কাস তার আবি®কৃত ডিভাইস চালিত মটর বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব বলে দাবি করেন। আক্কাস উপজেলার ভাদিকারা গ্রামের মৃত মন্নর আলীর পুত্র। এ দিকে এ ডিভাইসের মাধ্যমে মটর চালু ও বন্ধ করার কার্যকারিতা প্রত্যক্ষ করেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: শাহীনা আক্তার।