Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহিলাদের জরায়ূ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহিলাদের জরায়ূ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মূলক এ্যাডভোকেসী সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকালে সিভিল সার্জন কার্যালয়ে লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গৃহিত রিসার্স ফর ডেভেলপমেন্ট বেসরকারী কনসালটিং ফার্ম কর্তৃক আয়োজিত মহিলাদের জরায়ূ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মূলক এ্যাডভোকেসী সভা সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী। তিনি বলেন, মহিলাদের জরায়ূ ও স্তন ক্যান্সার যদি প্রাথমিক ভাবে জানা যায় তাহলে প্রতিরোধ করা সম্ভব।
সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ শোভন কুমার বসাক বলেন, ১৫ থেকে ২৫ বছর বয়সী ছাত্রী ও মহিলাদের জরায়ূ ও ক্যান্সার প্রতিরোধে চেকআপ করে ভেকসিন গ্রহণ করার উপযুক্ত সময়। তাহলে এ ধরণের রোগের ঝুকি কমে আসবে। সভায় স্কুল, কলেজের শিক্ষার্থী, বিভিন্ন বয়সের মহিলা অংশগ্রহণ করেন।