Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে বৈশাখীর তান্ডবে লন্ডভন্ড ॥ খোলা আকাশের নিচে অনেক পরিবার ॥ পাচ্ছেনা কোন সহযোগিতা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কাল বৈশাখীর তান্ডবে লন্ডভন্ড এলাকার স্বাভাবিক অবস্থা এখনো ফিরে আসেনি। মানুষজন বসবাস করছেন খোলা আঁকাশের নিচে। ক্ষতিগ্রস্ত লোকজনের সহায়তায় এগিয়ে আসেননি এখনো কেউ। তার পায়নি সরকারী কিংবা বেসরকারী কোন সাহায্য সহযোগিতা। ১৭ এপ্রিল গভীর রাতে চুনারুঘাটের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। এতে বেশী ক্ষতিগ্রস্ত হয় চা বাগানগুলোতে বসবাসকারী দত-দরিদ্ররা। ঝড়ে চা বাগানের শ্রমিকদের বাড়ীঘর উড়িয়ে নেয়। ভেঙ্গে ফেলে গাছ-পালা। এতে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যু সংযোগ। উপজেলার অন্যান্য স্থানে ৪৮ ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হলেও চা বাগানে এখনো বিদ্যুৎ সরবরাহ করা যায়নি। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন বলছেন, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আরো ২/৩ দিন সময় লাগতে পারে। উপজেলার ডানকান ব্রাদার্স লিমিটেডের আমু চা বাগানের পুরান লাইন, পুলপাড় এলাকায় ২০টি বসতঘর মাটির সাথে মিশে গেছে। নালুয়া চা বাগানের ধরমনাথ, পূর্বটিলাসহ ২/৩টি এলাকায় ভেঙ্গে গেছে শ্রমিকদের বাড়ী-ঘর। শ্রমিকরা জানান, বাগান ব্যবস্থাপককে বিষয়টি জানানোর পরও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। স্থানীয় চেয়ারম্যানও নেননি তাদের কোন খোঁজ-খবর।