Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাহিত্য-সংস্কৃতিকর্মীদের মতবিনিময় সভায় বক্তাগণ ॥ সংস্কৃতিবান্ধব প্রার্থী নিলাদ্রীকে নির্বাচিত করার বিকল্প নেই

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জহ পৌরসভা উপ-নির্বাচনে সম্মিলিত নাগরিক সমাজ মনোনীত মেয়র পদপ্রার্থী এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু’র সঙ্গে শহরের সাহিত্য-সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ রলেন, সমস্যা জর্জরিত হবিগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৪ জুন নির্বাচনে সংস্কৃতিবান্ধব প্রার্থী এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে নারকেল গাছ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
গত শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে খোয়াই থিয়েটারের আয়োজনে হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ থিয়েটার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সংগঠক ও বর্ণমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দিপুল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন, নজরুল একাডেমি জেলা শাখার সভাপতি তাহমিনা বেগম গিনি, একতারা শিল্পী গোষ্ঠীর সভাপতি আবদুর রহমান, মৌচাক সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা বাদল কৃষ্ণ বণিক, কবি অমিতাংশু টুটুল, এডভোকেট বিজন বিহারী দাস, একতারা শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক পিন্টু দেব, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সংগঠক মোজাম্মেল হক বাবুল, অনুশীলন ক্রীড়া চক্রের সভাপতি হুমায়ূন খান, হবিগঞ্জ পরিবেশ আন্দোলনÑ হপা’র সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল, বিহঙ্গ সংগীত একাডেমির সাধারণ সম্পাদক কাজল গোপ, নাট্যমেলার সভাপতি ও জেলা জাসাসের সাবেক সভাপতি শাহ্ আলম চৌধুরী মিন্টু, খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন, জাতীয় কবিতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ্, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, চারুশিল্পী প্রসেনজিৎ চৌধুরী শিবু, কণ্ঠশিল্পী জামাল উদ্দিন শিপন, জীবন সংকেতের কর্মী আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, খোয়াই থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক পার্থ সারথি রায়, নৃত্য ভূমি’র পরিচালক সুজন চৌধুরী, হবিগঞ্জ চারুকলা একাডেমির পরিচালক আষীশ আচার্য্য, হবিগঞ্জ নৃত্যশিল্পী সংস্থা’র সাধারণ সম্পাদক গৌতম দাস সুমন, চারুকণ্ঠ’র সভাপতি অজয় রায়, সাংগঠনিক সম্পাদক জুয়েল রায়, নাট্যকর্মী আব্দুল হামিদ, জুবায়েদ হোসেন, মুক্তাদির হোসেন, তমাল, সুবীর কান্তি রায় প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘদিনের অবহেলিত হবিগঞ্জ পৌরসভাকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সৎ ও মেধাবী নেতৃত্ব এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে বিজয়ী করার বিকল্প নেই। সভা পরিচালনা করেন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ।