Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত রবিবার রাত ৮টার দিকে গজনাইপুর ইউনিয়নের কায়স্থ গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কায়স্থ গ্রাম খেলার মাঠে কায়স্থ গ্রাম একাদশ এবং আথানগিরি একাদশের মধ্যে ফুটবল খেলার আয়োজন হয়। খেলায় ২-০ গোলে কায়স্থ গ্রাম পরাজিত হয়। খেলার এক পর্যায়ে কায়স্থ গ্রামের ফুটবল খেলোয়ার স্থানীয় ইউপি সদস্য খসরু মিয়ার উপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এনিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। উপস্থিত লোকজন ঘটনার মিমাংসা করেন। এ ঘটনার জের ধরে রাত ৮টার দিকে খসরু মেম্বারের প্রতিপক্ষ মিন্টু সমর্থিত কায়স্থ গ্রাম মৎসজিবী সম্প্রদায়ের লোকজন স্থানীয় মুন্সী বাজারে অতর্কিত হামলা চালায়। ব্যবসায়ী আশিক মিয়া, ছাতির আলী, শাহিন মিয়া, মজম্মিল, সেলিম, অর্জুন রায়, নান্টু রায়, লাল মিয়া, মোবারক মিয়া, হরি রায়, নুরুল্লাহ, আরশ আলী, রাকেশ বাবু, ডাঃ ফারুক, নজমূল, মতিন মিয়া, সৈয়দ আহমদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়। সংঘর্ষে আহত হন, মর্তুজা মিয়া, ইউপি সদস্য খসরু মিয়া, ছাতির আলী, আবদুর রহমান, রেজাক মিয়া, সাবাজ মিয়া, পিয়ারা বিবি, লিলজান বিবি, গফুর মিয়া, বাবুল মিয়া, মামদ মিয়া, হেলাল মিয়া, সেলু মিয়া, মশাহিদ মিয়া, দিলদার মিয়া, জাহেরা বেগম, আবদুল খালিক, জাহাঙ্গীর। গুরুতর আহত ৪ জনকে সিলেট প্রেরণ এবং অন্যান্যদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।