বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে পুলিশী হয়রানী বন্ধে ইমা লেগুনা-সিএনজি মালিক ও শ্রমিকদের ধর্মঘট ॥ এমপির আশ্বাসে প্রত্যাহার

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০১৯
  • ৪৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শেরপুর হাইওয়ে পুলিশ কর্তৃক ভয়ভীতি, মিথ্যা মামলা ও হয়রানীর অভিযোগে ধর্মঘট পালন করেছে নবীগঞ্জ-শেরপুর স্ট্যান্ডের ইমা-লেগুনা সিএনজি মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। গতকাল সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নবীগঞ্জ-শেরপুর স্ট্যান্ডের ইমা, লেগুনা, সিএনজির মালিক ও শ্রমিকরা এ ধর্মঘট পালন করে। এ সময় তারা পুলিশী হয়রানী বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মালিক ও শ্রমিকরা অভিযোগ করে জানান, বিগত ৬ মাস ধরে অন্য জেলার পরিবহণ মালিক, শ্রমিক নামে একটি অসাধু সিন্ডিকেটের প্ররোচনায় শেরপুর হাইওয়ে পুলিশ নবীগঞ্জ-শেরপুর স্ট্যান্ডের ইমা, লেগুনা, সিএনজিকে আটক করে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছে। হয়রানীতে অতিষ্ঠ হয়ে ধর্মঘট পালন করে নবীগঞ্জ-শেরপুর স্ট্যান্ডে ইমা-লেগুনা সিএনজি মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। খবর পেয়ে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ মোবাইল ফোনে মালিক-শ্রমিকদের বিষয়টি সুষ্ঠ সমাধানের আশ্বাস প্রদান করেন।
নবীগঞ্জ থানার একদল পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হবিগঞ্জ জেলা ফোর স্টক, অটো রিকশা হিউম্যান হলার মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনার ভিত্তিতে সুষ্ঠ সমাধানের আশ্বাস প্রদান করলে মালিক-শ্রমিকরা তাদের ধর্মঘট তোলে নেন। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ফোর স্টক, অটো রিকশা হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি এমএ মতিন চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ আশরাফ আলী জানান, শেরপুর হাইওয়ে পুলিশ কর্তৃক শ্রমিকদের উপর মিথ্যা মামলা, ভয়ভীতি ও হয়রানীর প্রতিবাদে আমরা ধর্মঘট পালন করি এবং স্থানীয় সংসদ সদস্য, পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টির সুষ্ঠ সমাধানের আশ্বাস প্রদান করলে ধর্মঘট তোলে নেয়া হয়। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ জানান, মালিক শ্রমিকদের অভিযোগ শুনেছি এবং বিষয়টি সুষ্ঠ সমাধানের আশ্বাস দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com