বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইলিয়াস আলী গুমে ‘র’ জড়িত!

  • আপডেট টাইম শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ৩২১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ টিপাইমুখ বাঁধ আন্দোলনের খেসারত হিসেবে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম ঘটনায় জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা ইলিয়াস আলীকে দুই বছরেও সন্ধান না দেওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ নামের একটি সংগঠন। রফিক বলেন, ইলিয়াসের নেতৃত্বে টিপাইমুখ অভিমুখে বিশাল মিছিল সবাইকে নাড়া দিয়েছিলো। ভারতের পত্র-পত্রিকায়ও তা প্রচার হয়। তাই ইলিয়াসের গুম ঘটনার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’র যোগসূত্র থাকতে পারে।
বিমান বন্দর থেকে ভিনদেশী নাগরিককে ‘র’ তুলে নেওয়ার ঘটনা প্রসঙ্গে রফিক বলেন, ‘র’ কীভাবে ধরলো সেই ব্যক্তিকে? একটি স্বাধীন দেশে এসে অন্য দেশের মানুষ একজনকে ধরে নিয়ে যায় কী করে? তারা ধরে নিয়েছে? নাকি আমাদের পুলিশ ধরে তাকে ‘র’র কাছে দিয়েছিল? এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, তারা কিছুই জানেন না। একটি স্বাধীন সার্বভৌম দেশে এটা কীকরে হয়? রফিকুল ইসলাম মিয়া বলেন, যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা যুদ্ধ করেছি, সেদেশে এটা কী করে সম্ভব? রফিক বলেন, গণতন্ত্রের জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। অথচ আজ জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার গঠন হয়ে যায়। ইলিয়াসসহ শত শত নেতাকর্মী খুন, গুম, বিচার বহির্ভূত হত্যা চলছে। তিনি বলেন, আশা করি, গণতন্ত্র মুক্তি পাবে, ইলিয়াস আলী মুক্তি পাবে। সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com