বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ পৌরসভায় কমিউনিটি এ্যাকশন প্ল্যান বাস্তবায়ন বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৪৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি এ্যাকশন প্ল্যান বাস্তবায়ন বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় হবিগঞ্জ পৌরসভা সোমবার দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। এ প্রশিক্ষণের অংশগ্রহনকারী হিসেবে উল্লেখ করা হয় মেয়র, কাউন্সিলর, সচিব, পৌরসভার প্রকৌশলী, বস্তি উন্নয়ন কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সদস্য সচিব, দারিদ্র শ্রেনীর প্রতিনিধি, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার এবং এলসিডিএ। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস বলেন, পৌর এলাকার বস্তিবাসীর জীবনমান উন্নয়নে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ইতিপূর্বে নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ভবিষ্যতেও বস্তি এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ইত্যাদি লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভা কর্মসূচী পালন করবে। প্রশিক্ষণ পরিচালনা করেন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পে আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com