বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা-মা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ৪৮১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের তিমিরপুর এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র অনিক দত্তের পরিবারে চলছে শোকের মাতম। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে অনিক দত্তের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা হয় এ প্রতিবেদকের। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ মা ভাবনা রানী দত্ত বাবা পল্লী চিকিৎসক অলক দত্ত। ভাইয়ের শোকে বার বার মুর্চা যাচ্ছিলেন বোন অমি রানী দত্ত মনি। দুই ভাই-বোনের মধ্যে অনিক দত্ত ছোট। বড় বোন অমি রানী দত্ত মনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। তিনি এ বছর প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে মাটার্স শেষ করেছেন। দুর্ঘটনায় নিহত অনিক দত্ত ২০১৬ সালে নবীগঞ্জের বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৮ সালে শচীন্দ্র কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনিক হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজে ডিগ্রীতে ভর্তি হয়। লেখাপড়ার পাশাপাশি অনিক খেলাধুলায়ও ছিল পারদর্শী। এছাড়াও অনিক দত্ত কয়েক মাস পূর্বে ফার্মাসিস্টের কোর্স সম্পন্ন করেছে। গত (২৩ এপ্রিল) মঙ্গলবার বিকেলে নবীগঞ্জের তিমিরপুর এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় মেধাবী ছাত্র অনিক দত্ত। পরে রাতে নিজ বাড়িতে অনিকের দাহ সম্পন্ন হয়। অন্যদিকে পরিবারের একমাত্র ছেলের শোকে যখন ঘোটা পরিবার স্তব্ধ ওই দিন রাতেই রসুলগঞ্জ বাজারে অনিকের বাবা পল্লী চিকিৎসক অলক দত্তের পার্বতী নামের ফার্মেসির দোকান চুরি করে একদল সড়ঘবদ্ধ চোর। এ সময় নগদ টাকাসহ ৭-৮ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। এদিকে চুরির ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। মানবতা কোথায় নেমেছে ! ঘুরেফিরে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলসহ নবীগঞ্জ বাসীর মনে। নিহত অনিকের পিতা পল্লী চিকিৎসক অলক দত্ত কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে অনিক কয়েক বছর ধরে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরেছে, কিন্তু আমি দিচ্ছিলাম না, গত মাস তিনেক আগে অপারগ হয়ে ছেলেকে পালসার মোটর সাইকেল কিনে দেই। তখন কী আর জানতাম এই সাইকেলেই কাল হয়ে দাঁড়াবে আমার ছেলের জন্য ! সাইকেল কিনে দেয়ার পর পর তার নিরাপত্তার স্বার্থে আমি হেলমেট কিনে দিয়েছি। ছেলের কোনো চাহিদা আমি অপূর্ণ রাখিনি। পাশাপাশি শাসনও করেছি। সব সময় অন্যায় অসঙ্গতিতে সোচ্চার ছিল অনিক। সারাজীবন আমি মানুষকে ডাক্তারি সেবা দিয়ে গেছি, মানবতার কাজে নিজেকে নিয়জিত রেখেছি কিন্তু। ঈশ্বরের ইচ্ছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে আমার ছেলেকে প্রাণ দিতে হয়েছে। দূর্ঘটনার পর পর আমার ছেলে রক্তাক্ত অবস্থায় আমায় ফোন দিয়ে বলেছে বাবা আমি এক্সিডেন্ট করেছি, এই কথা বলেই ফোন কেটে দেয়। এই কথাই ছিল আমার সাথে আমার ছেলের শেষ কথা। আমার ছেলের রুম, পড়ার টেবিল আজ নিস্তব্ধ হয়ে পড়ে রয়েছে।
পাগলের ন্যায় একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা ভাবনা রানী দত্ত । তিনি এক্সপ্রেসকে বলেন, অনিক সব সময় মাছ-মাংস থেকে ভালোবাসতো, গত কিছুদিন পূর্বে আমাদের এক আত্মীয় মারা যান। এরপর থেকে ধর্মীয় নীতি অনুসারে নিরামিষ খেয়ে আসছে অনিক। বার বার মাংস ও মাছ খেতে চাইতো অনিক কিন্তু। আমি বুঝিয়ে বলতাম যে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে মাছ-মাংস খাবি বাবা। এত বড় ছেলেকে প্রতিদিন নিজ হাতে ভাত খাইয়ে দিতাম, অল্প খেয়েই অনিক বলতো মা আমার পেট ভরে গেছে, তোমার হাতে কী জাদু আছে নাকি ! সাইকেল কিনে দেয়ার ব্যাপারে আমি বার বার না করেছি কিন্তু ছেলে আমার কথা শোনেনি, ছেলের জেদের বসে তার বাবা সাইকেল কিনে দেন। এই সাইকেল আমার ছেলেকে কেড়ে নিল। এসব বলে বলে বার বার মুর্চা যাচ্ছিলেন অনিকের মা। এদিকে অনিকের মৃত্যুতে মুরাদপুর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com