শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে স্কুলছাত্রের কাণ্ড ॥ প্রশাসনের হস্তক্ষেপে বড় ধরণের সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৫০৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে পথচারীকে ধাক্কার জের ধরে কয়েকটি গ্রামের লোকজন যখন দাঙ্গার প্রস্তুতি নিচ্ছিল তখন প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা করা হয়। প্রশাসন হস্তক্ষেপ না নিলে সাম্প্রদায়িক দাঙ্গায় নবীগঞ্জ শহর রক্তাক্ত হত বলে শহরবাসী মনে করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরে এ পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে আনমনু গ্রামের পৌর কাউন্সিলর সুন্দর আলীর নাতী জেকে উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র রাহাত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পথচারী তিমিরপুর গ্রামের শুভাষ দাসের পুত্র শাওন দাস (২১) কে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী রাহাতের কাছে শাওন তার উপর দিয়ে সাইকেল তোলার কারণ জানতে চান। এ সময় রাহাতের সাথে শাওনের বাগবিন্ডা হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনার পর রাহাতের নেতৃত্বে আনমনু গ্রামের বেশ কয়েকজন যুবক রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাওনের উপর হামলা চালায়। এসময় শাওন দৌঁড়ে স্থানীয় একটি দোকানে আশ্রয় নেয়। এঘটনার পর পর উত্তেজনা ছড়িয়ে পড়লে তিমিরপুর গ্রামবাসীসহ বেশ কয়েকটি গ্রামের লোকজন শহরের জুয়েল ম্যানশনের সামনে অবস্থান নেয় এবং আনমনু গ্রামের মৎসজীবি সম্প্রদায়ের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনমনু পয়েন্টে অবস্থান নেয়। এর ফলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের ব্যবসায়ীগণ দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা চেয়ারম্যান, ইউওনও, পৌর মেয়র ও নবীগঞ্জ থানার ওসিসহ একদল পুলিশ স্থানীয় রাজনৈতিক সামাজিক লোকজনকে নিয়ে উক্ত বিষয় সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেন। তারা উভয় পক্ষকে থানায় আসার আহবান জানান। পরে উভয় পক্ষ থানায় উপস্থিত হলে রাত ব্যাপী উভয় পক্ষের অভিযোগ শুনে মোটরসাইকেল আরোহী রাহাতকে দোষী সাব্যস্ত করে পুনরায় এ ধরণের কর্মকাণ্ড করলে ২বছরের জেল অনাদায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হবে বলে সিদ্ধান্ত হয়। পরে রাহাতের অভিভাবক হিসেবে পৌর কাউন্সিলর আব্দুস সালামের মুচলেকা রাখা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, রাজু আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমেদ খালেদ, এডভোকেট ফারুক, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, রফিক মেম্বার, শেখ নুর উদ্দিন, এনাম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com