শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

বহু প্রেমিকায় আসক্ত উজ্জল প্রেমের বলি ॥ লাখাইয়ে বাবাসহ প্রেমিকা আটক ॥ হত্যার দায় স্বীকার ॥ ২ মাস পর হাওড় থেকে লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৮৪১ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী/আবুল কাশেম ॥ লাখাইয়ে একাধিক প্রেমের কারণে প্রেমিকার হাতে খুন হলেন উজ্জল মিয়া (২২) নামে এক কলেজ ছাত্র। নিখোঁজের ২ মাস পর ওই ছাত্রের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। নিহত উজ্জল উপজেলার মুড়াকরি গ্রামের শাহ আলম মিয়ার পুত্র ও মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন কলেজের ২য় বর্ষের ছাত্র। এ ঘটনায় প্রেমিকা বৃন্দাবন কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ফারজানা   আক্তার ও তাঁর পিতা মঞ্জু মিয়াকে আটক করেছে পুলিশ। আটকের পর গতকাল সোমবার সন্ধ্যার হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ প্রেস ব্রিফ্রিংয়ের মাধ্যমে ঘটনার বর্ণনা দেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২০ ফেব্র“য়ারি লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের শাহ আলমের পুত্র মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র উজ্জল মিয়া নিখোঁজ হন। ২৬ ফেব্র“য়ারি লাখাই থানায় তার পরিবারের পক্ষ থেকে ১০২৬ নাম্বারে একটি জিডি এন্ট্রি করা হয়। এরই প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে এবং কল লিস্টের সুত্র ধরে তারা নিশ্চিত হয় মোড়াকড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে বৃন্দাবন কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ফারজানা আক্তারের সাথে ঘটনার প্রায় ৩/৪ মাস পুর্বে ফেইসবুকের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের পাশাপাশি তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠে। নিহত উজ্জলের একাধিক মেয়ের সাথে প্রেম ও শারিরীক সম্পর্ক ছিল বলেও পুলিশ ও বিভিন্ন সুত্র নিশ্চিত করে। ঘটনার দিন প্রেমিকা ফারজানার ঢাকা থাকার সুবাধে প্রেমিক উজ্জলকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসে। সেই সাথে তারা দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। দৈহিক সম্পর্ক চলাকালে প্রেমিক উজ্জলের মোবাইল ফোনে অপর প্রাপ্ত থেকে আরেক প্রেমিকার কল আসে। এ সময় উজ্জল ওই প্রান্তের কলদাতাকে জানায় সে ফারাজানার সাথে দৈহিক মিলনে আছে। এ কথা শোনে ফারজানা প্রেমিক উজ্জলের কাছে জানতে চায় কে কল দিয়েছিল? এ সময় প্রেমিক উজ্জল জানায় তার এক বান্ধবী কল করেছে। বিষয় স্বাভাবিকভাবে নিতে পারেনি ফারজানা। এ সময় তাদের মাঝে কিছু কথা কাটাকাটি হয়। পরে উভয়ে আবারো দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। রাতের কোন এক সময় প্রেমিকা ফারজানা প্রেমিক উজ্জলকে বিয়ের জন্য চাপ দেয়। এ সময় উজ্জল শুধু তাকেই নয়, তার অন্য প্রেমিকাকেও বিয়ে করবে বলে জানায়। এ কথা বলায় প্রেমিকা ফারজানা একটু ক্ষিপ্ত হলে প্রেমিক উজ্জল কথার চলে বলে উঠে সে বিয়ে না করলে তার বাবাকে দিয়ে বিয়ে করাবে। এতে কলেজ ছাত্রী ফারজানা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে প্রেমিক উজ্জল ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে প্রেমিকা ফারজানা আক্তার শিল দিয়ে (পাঠা-পুতাল) প্রেমিক উজ্জলের মাথায় স্বজোরে আঘাত করলে উজ্জল জ্ঞান হারিয়ে ফেলে। পরে ওই শিল দিয়ে উজ্জলের বুকে, পিঠেসহ শরীরের একাধিক স্থানে আঘাত করে। এক পর্যায়ে মৃত্যু নিশ্চত হতে ছুরি দিয়ে প্রেমিক উজ্জলের হাত-পায়ের রগ কেঠে দেয়। পরে ফারজানা প্রেমিক উজ্জলের মরদেহ বস্তাবন্দি করে ঘরের মেঝেতে মাটি চাপা দেয়। পর দিন সকালে ফারজানা ঢাকায় গিয়ে ঘটনার বর্ণনা দেয় তার পিতা-মাতার নিকট। এ কথা শুনে মেয়েকে নিয়ে পিতা-মাতা বাড়ি ছুটে আসে। পরে ফারজানার পিতা মঞ্জু মিয়া মাটিখুড়ে ঘর থেকে লাশ তুলে গোপনে লাশ কম্বলে মুড়িয়ে বস্তা বন্দী করে গ্রামের অদূরে একটি বিলের কচুরিপানার নিচে মাটি চাপা দিয়ে আসে।
এদিকে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, লাখাই থানার ওসি এমরান হোসেন এবং এসআই আমিনুল ইসলামসহ একদল পুলিশ গত ২১ এপ্রিল রবিবার ধর্মপুর গ্রামের অভিযান চালিয়ে উজ্জলের প্রেমিকা কলেজ ছাত্রী ফারজানা আক্তার ও তার পিতা মঞ্জু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। রাতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম লাখাই থানায় গিয়ে রাতভর আটক প্রেমিকা ফারজানা ও মঞ্জু মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভোর রাতে ফারজানা হত্যার দায় স্বীকার করে। এ সময় সে কিভাবে প্রেমিক উজ্জলকে হত্যা ও লাশ গুম করেছে এর বর্ণনা দেয়। এ সময় পুলিশ লাশের সন্ধান জানতে চাইলে ফারজানা জানায় লাশ কোথায় আছে তা তার বাবা বলতে পারবে। পরে পুলিশের জিজ্ঞসাবাদে ফারজানার পিতা মঞ্জু মিয়ার দেয়া তথ্য অনুযায়ী মঞ্জু মিয়াকে সাথে নিয়ে গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে লাখাই থানার ওসি মোাহাম্মদ এমরান হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ধর্মপুর গ্রাম থেকে ১ কিলোমিটার দুরে মেদি বিলের কচুরিফানার নীচ থেকে উজ্জলের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ সময় লাশের দূর্গন্ধে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। উৎসুক জনতাকে সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশের। সন্ধ্যায় লাখাই থানা প্রাঙ্গণে এক প্রেসব্রিফিং করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। আটককৃত ফারজানার বরাত দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, উজ্জল ও ফারজানার মাঝে প্রায় তিন মাস পুর্বে ফেইসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্ক এক সময় শারিরীক সম্পর্কে রূপ নেয়। তারা প্রায় সময়ই ফারজানার বাড়িতে কেউ না থাকলে শারিরীক সম্পর্কে লিপ্ত হতো। ঘটনার দিনও ফারজানার পিতা-মাতা ঢাকায় অবস্থান করছিল। এ সুযোগে প্রেমিক উজ্জল তার প্রেমিকার বাড়িতে যায়। গত ২০ ফেব্র“য়ারি রাতে ফারজানা এবং উজ্জল যখন আমুদ ফুর্তি করছিল তখন উজ্জলের ফোনে তাঁর অন্য প্রেমিকার কল আসে। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উজ্জল তাকে গাল মন্দ করে। তখন ফারজানা নিজে নিজে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেও পরে সে মত পাল্টায় এবং সে সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ করবে না। বরং তার ভন্ড প্রেমিক উজ্জলকে আর বাচঁতে দিবে না। তখন শিল পাঠার পুতাইল দিয়ে উজ্জলের মাথায় আঘাত করে এতে উজ্জল মাটিতে লুঠিয়ে পড়ে। তার পরও মারা না যাওয়ায় তার গলায় দড়ি পেছিয়ে শ্বাসরুদ্ধ করে মৃত্যু নিশ্চিত করতে হাত, পা ও গলার রগ কাটে। মারা যাওয়ার পর তার লাশ ঘরের মেঝেতে মাটি গর্ত করে লুকিয়ে রাখে এবং এর পরদিনই সে ঢাকায় চলে যায়। ঘটনার পর ১০/১২দিন ঢাকা থেকে তার মা-বাবাকে নিয়ে বাড়ি আসে। পরে তার বাবা ও চাচারা লাশ বস্তাবন্দি করে মেদি বিলে ফেলে আসে। লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার আটককৃতদেরকে কোর্টে প্রেরন করা হবে। এবং অন্যান্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। প্রেস ব্রিফিংকালে, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, লাখাই থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন, ডিবির ওসি মানিকুল ইসলাম, ওসি তদন্ত অজয় চন্দ্র দেব, ডিবির এসআই ইকবাল বাহার, এসআই আবুল কালাম আজাদ, এসআই অঞ্জন দেব, এসআই আবুল বাশার, এসআই শফিকুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলামসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com