রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০৩:২২ অপরাহ্ন

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল বক্স বিতরণ কর্মসূচি সমাপ্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ৪৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিড ডে মিল বক্স বিতরণ কর্মসূচি গতকাল বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। সব মিলিয়ে পৌর এলাকার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল বক্স বিতরণ করা হয়েছে। গত ৮ এপ্রিল নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর এলাকার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে, ১০ এপ্রিল ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে, ১৫ এপ্রিল ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে, ১৬ এপ্রিল ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং সর্বশেষ গতকাল ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে ‘মিড ডে মিল বক্স’ বিতরণ করেন। গতকাল নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহফিজুল কোরআন নূরানী একাডেমী, আরমান উল্লাহ ইসলামিক একাডেমী এন্ড হাইস্কুল এবং নবীগঞ্জ মডেল হাইস্কুল এন্ড কিন্ডার গার্টেনে মিড ডে মিল বক্স বিতরণের সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন, তাহফিজুল কোরআন নূরানী একাডেমী পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান সিরাজী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, মো. নজরুল ইসলাম, উৎফল চৌধুরী, আজিজুর রহমান নবাব, ইউপি সচিব মো. আব্দুল আহাদ, পৌরসভার প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com