বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দিয়েছে নবীগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৫৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে কার্যালয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়। নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক ইউ/পি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর উদ্দীন বীর প্রতীক, সাবেক ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান আবুল হোসেন আজাদ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন- ‘জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অধিকাংশই আজ জীবিত নেই। এখনও যাঁরা আমাদের মাঝে জীবিত আছেন তাঁদের কাছ থেকে দেশের তরুণ প্রজন্মকে মহান স্বাধীনতা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।’ তিনি মুক্তিযোদ্ধাদের কথামালা শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। প্রতিবছর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করায় তিনি নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ পৌর পরিষদকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন- ‘বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের রূপকার। এই কৃতি সন্তানদের জাতি আজীবন মাথায় তুলে রাখবে। তাঁদের অবদান শতাব্দীর পর শতাব্দী স্মরণ করবে জাতি।’ তিনি বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর ও হবিগঞ্জ সময় সম্পাদক মো. আলাউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন ও পবিত্র গীতাপাঠ করেন স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, নবীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, মাওলানা শায়খ আব্দুর রকিব হক্কানী প্রমুখ। কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী। উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, কাউন্সিলর মো. কবির মিয়া, কাউন্সিলর মো. জাকির হোসেন, পৌর সচিব মো. আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সাংবাদিক মতিউর রহমান মুন্না, সাংবাদিক ছনি চৌধুরী প্রমুখ।
সভা পৌরসভার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com