বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জের সঈদপুর বাজার ফাযিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৫৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় শিশু দিবস ও জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালনে অনিয়ম ও অবমাননা করায় নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার ফাযিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে সঈদপুর বাজারস্থ দলীয় কার্যালয় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান, মোঃ সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর রহমান নোমান, ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ আশিকুর রহমান, ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ তজমুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, ৪নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আরফান মিয়া, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ ফুল মিয়া, যুবলীগ নেতা মোঃ লুকমান মিয়া, মোঃ কয়েছ মিয়া, মোঃ লুৎফুর রহমান, মোঃ ইউসুফ আলী, শাহ হারুন মিয়া, দুলন মিয়া, মুহিনুর রহমান, আহাদ আলী, টিপু মিয়া, আব্দুল তাহিদ প্রমূখ। উল্লেখ্য, গত ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার আউশকান্দি ইউনিয়নের সঈদপুর বাজার ফাযিল মাদ্রাসার অধক্ষ্য কর্তৃক অত্র প্রতিষ্ঠানে আয়োজিত উক্ত দিবসটিতে ব্যানারের বদলে ক্লাসের ব্ল্যাক বোর্ডে চক দিয়ে হাতে লিখে মনগড়া ও ঢিলেঢালা ভাবে উদযাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রচার করা হয়। এই খবর স্থানীয় আওয়ামীলীগ ও সচেতন মহলের মধ্য ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যেই ব্যাপক সমালোচনা ও তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। এঘটনায় তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য প্রতিষ্ঠান অধ্যক্ষ মাওলানা আলী আক্কাসকে নোটিশ প্রদান করেন। সমালোচিত ঘটনায় ফুসে উঠে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় গতকাল উল্লেখিত সময়ে প্রতিবাদ সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ দিলাওর হোসেন সহ উপস্থিত নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জামাত শিবিরের এজেন্ডা বাস্তাবায়ন করতে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয়প্রতিপন্ন অবমাননাকর ভাবে দিবসটি পালন করার নামে চরম বেয়াদবি করা হয়েছে। তাহা কোনদিন মেনেনেয়া যাবেনা। তাই অনতিবিলম্বে জামাতপন্থি অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ব্যর্থ ম্যানেজিং কমিটি বাতিল ঘোষনা করতে হবে এবং নিঃশর্তে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা না করলে বৃহত্তর আন্দোলন ঘোষনা করার হুশিয়ারী দেন। এছাড়াও নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, দিবসটি পালনের সময় জামাত শিবির কর্তৃক সিদ্দিকিয়া ফাউন্ডেশনের ব্যানার ব্যবহার করে আহলে হাদীস সহ জামাত ইসলামীর বিভিন্ন বই বিতরণের খবরও আমাদের কাছে আছে। এর কারণ সহ সরাসরি জবাব দিহিতা করতে হবে উক্ত প্রতিষ্ঠান প্রধানকে। উক্ত ঘটনায় উপজেলার সর্বত্র আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রধান সহ জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করিতে প্রশাসেনর প্রতি জোর দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com